পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

একাধিক কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ডাকা বনধের বিরোধিতায় INTTUC - দোলা সেন

16টি বামপন্থী ও সহযোগী দল সহ কৃষক ও খেত মজুর সংগঠন ভারত বনধ সফল করতে শামিল হয়েছে । ধর্মঘটে যোগ দিচ্ছে 10টি শ্রমিক সংগঠন ও ফেডারেশনও ।

INTTUC is not supporting bandh called by left front
বামফ্রন্টের ডাকা বনধের বিরোধিতায় আইএনটিটিইউসি

By

Published : Nov 19, 2020, 1:01 PM IST

কলকাতা, 19 নভেম্বর : কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে বামফ্রন্ট ও তার সহযোগী দলগুলির ডাকা 26 নভেম্বরের বনধের বিরোধিতায় শামিল হচ্ছে না তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC । এটাকে সর্বনাশা, কর্মনাশা ও শ্রমিক স্বার্থবিরোধী বনধ বলে আখ্যা দিয়েছেন INTTUC নেতৃত্ব ।

16টি বামপন্থী ও সহযোগী দল সহ কৃষক ও খেত মজুর সংগঠন ভারত বনধ সফল করতে শামিল হয়েছে । ধর্মঘটে যোগ দিচ্ছে 10টি শ্রমিক সংগঠন ও ফেডারেশনও । জানা গেছে, কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে এই বনধে শামিল হওয়ার জন্য তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-এর কাছে সমর্থনের আহ্বান জানিয়েছিল ধর্মঘটের আহ্বায়করা । তবে এই আহ্বানকে প্রত্যাখ্যান করে বনধ বিরোধিতার পথ নিল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন ।

এ প্রসঙ্গে INTTUC-এর সভানেত্রী দোলা সেন বলেন, "INTTUC এই বনধের বিরোধিতা করছে । কেন্দ্রীয় সরকারের দেশ বিক্রির নীতির বিরুদ্ধে রয়েছে বাংলার শ্রমজীবী মানুষ । মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই চালাচ্ছি । আমরা কর্মনাশা, সর্বনাশা বনধের বিরোধী । সবকিছু সচল রেখে সামনের দিকে এগিয়ে যাবে বাংলা ।"

ABOUT THE AUTHOR

...view details