পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বৃদ্ধার মাথা ধরে ঝাঁকুনি, চড় ; গ্রেপ্তার নার্স - police

অশীতিপর বৃদ্ধাকে মারধরের ঘটনায় এক নার্সকে গ্রেপ্তার করল পুলিশ । অভিযুক্ত নার্সের নাম সংযুক্তা পাইক ।

অভিযুক্ত নার্স

By

Published : Jun 21, 2019, 10:58 PM IST

কলকাতা, 21 জুন: অশীতিপর বৃদ্ধাকে মারধরের ঘটনায় এক নার্সকে গ্রেপ্তার করল পুলিশ । কলকাতার গাঙ্গুলি বাগানের রবীন্দ্রপল্লি এলাকার ঘটনা । অভিযুক্ত নার্সের নাম সংযুক্তা পাইক ।

নার্সের কাজই হল সেবা । কিন্তু সেবার বদলে অশীতিপর বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল সেবিকার বিরুদ্ধে । বছর পঁচাশির ওই বৃদ্ধার দেখভালের জন্য চিকিৎসকের পরামর্শে নার্স নিযুক্ত করেন পরিবারের লোক । বৃদ্ধার শারীরিক অবস্থা খারাপ থাকার জন্য নড়াচড়াও করতে পারেন না । অভিযোগ, প্রথমদিকে বিষয়টি বুঝতে না পারলেও বৃদ্ধার শরীরে কালসিটে দাগ দেখে সন্দেহ হয় পরিবারের । ঘরে থাকা CCTV খতিয়ে দেখে বৃদ্ধার পরিবার । বেরিয়ে আসে আসল ঘটনা ।

দেখুন ভিডিয়ো

CCTV-তে দেখা যায়, অভিযুক্ত নার্স সংযুক্তা পাইক ওই বৃদ্ধাকে চুলের মুঠি ধরে মারধর করছেন । কথায় কথায় চলছে চড়-থাপড় । যা দেখে ক্ষুব্ধ পরিবার ওই নার্সের বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের করে । আজ পুলিশ অভিযুক্ত নার্সকে গ্রেপ্তার করে ।

ABOUT THE AUTHOR

...view details