কলকাতা, 21 অগস্ট: দিল্লি-কলকাতাগামী ইন্ডিগো বিমানের কার্গোতে আচমকাই ধোঁয়া । তারপরেই জরুরি অবতরণ করার জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অনুরোধ জানান বিমানের চালকরা । তারপরেই 156 জন যাত্রী নিয়ে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে নয়াদিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগোর 6ই-2513 বিমানটি । জানা গিয়েছে, সুরক্ষিত রয়েছেন যাত্রীরা ।
ডিজিসিএ (Directorate General of Civil Aviation)-এর এক আধিকারিক বলেন, ‘‘মাল রাখার অংশে আগুন লেগেছে বলে সতর্কতা জারি হয় । দেরি না করে মে-ডে ঘোষণা করেন চালক । পরে জানা যায় স্মোক অ্যালার্ম ভুয়ো ছিল । তদন্ত শুরু হয়েছে ।’’ একই সঙ্গে জানানো হয়েছে, বিমানবন্দরে দমকল তৈরিই ছিল । যদিও তাদের প্রয়োজন পড়েনি ।
সম্প্রতি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন-এর (Directorate General of Civil Aviation) কোপেও পড়েছে সংস্থাটি ৷ 8 সপ্তাহের জন্য স্পাইসজেট 50 শতাংশ কম বিমান ওড়াবে, গত মাসে নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷ উড়ান কোম্পানিটিকে কড়া নজরদারিতে রেখেছে ডিজিসিএ (Indigo reported 12 safety related incidents in 3 years) ৷