পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভারত সর্বধর্ম সমন্বয়ের দেশ : উপরাষ্ট্রপতি - কলকাতায় এম বেঙ্কাইয়া নাইডু

দেশের সামাজিক বন্ধনকে আরও মজবুত করতে যুবসমাজকে এগিয়ে আসার ডাক দিলেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু ৷

M Venkaiya Naidu
উপমুখ্যমন্ত্রী এম বেঙ্কাইয়া নাইডু

By

Published : Feb 16, 2020, 9:19 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি : সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ ভারত ৷ ভারত মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ৷ ভিন্ন ভিন্ন মতবাদ এখানে একসঙ্গে রয়েছে ৷ কলকাতা সফরে এসে আজ এই কথাই বললেন দেশের উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু ৷

আজ কলকাতায় রোটারি ইন্টারন্যাশনালের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন উপরাষ্ট্রপতি ৷ সেখানে তিনি বলেন, "ভারতের ভিন্ন মতামতের এই তত্ত্বকেও আমাদের আরও বেশি করে পোষণ করা উচিত ৷ জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে মানুষের মধ্যে কোনও ভেদাভেদ থাকা উচিত নয় ৷ "

পাশাপাশি, সামাজিক সৌহার্দকে আরও মজবুত করতে দেশের যুবসমাজকে বেশি করে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি ৷ একইসঙ্গে প্রতিবেশী দেশগুলির সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে সওয়াল করেন উপরাষ্ট্রপতি ৷ কোনও দেশের নাম না করেই তিনি বলেন, "আপনি আপনার বন্ধু রাষ্ট্র পালটাতে পারবেন ৷ কিন্তু প্রতিবেশী রাষ্ট্র পালটাতে পারবেন না ৷"

তিনি আরও বলেন, দেশের উন্নতির জন্য শান্তি পরিস্থিতি একান্তভাবে দরকার ৷ আর ভারত সবসময়ই 'বসুধৈব কুটুম্বকম' মন্ত্রে বিশ্বাসী ৷

রোটারি ইন্টারন্যাশনালের আয়োজিত ওই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু ৷

ABOUT THE AUTHOR

...view details