পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যের কিছু জায়গায় লকডাউন অমান্য, ফের স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি

নজরে এবার শিলিগুড়ি। কেন্দ্রীয় গোয়েন্দারা স্বরাষ্ট্রমন্ত্রকে যে রিপোর্ট দিয়েছে তাতে উঠে এসেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহরের নাম। সেই সূত্রেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আজ মুখ্য সচিবকে যে চিঠি দিয়েছে তাতে বলা হয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি অপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রয়েছে শিলিগুড়িতে। সেখানে মানুষজন ভিড় করছেন। একইসঙ্গে চিঠিতে উঠে এসেছে মুর্শিদাবাদের একটি মসজিদের ঘটনা। তার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে মুর্শিদাবাদের বেশকিছু মসজিদে মানুষ জমায়েত করছেন।

no lockdown
শিলিগুড়ি

By

Published : Apr 13, 2020, 12:00 AM IST

কলকাতা, 12 এপ্রিল: কলকাতার বেশ কিছু জায়গায় লকডাউনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আগেই এমনই বার্তা পাঠানো হয়েছিল রাজ্যের মুখ্য সচিবের কাছে। ফের কেন্দ্রীয় সরকারের তরফে চিঠি দেওয়া হল রাজ্যকে। এবারও বার্তা সেই এক। মানুষজন অপ্রয়োজনে ভিড় করছেন দোকানে, ধর্মস্থানে। বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।


নজরে এবার শিলিগুড়ি। কেন্দ্রীয় গোয়েন্দারা স্বরাষ্ট্রমন্ত্রকে যে রিপোর্ট দিয়েছে তাতে উঠে এসেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহরের নাম। সেই সূত্রেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আজ মুখ্য সচিবকে যে চিঠি দিয়েছে তাতে বলা হয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি অপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রয়েছে শিলিগুড়িতে। সেখানে মানুষজন ভিড় করছেন। একইসঙ্গে চিঠিতে উঠে এসেছে মুর্শিদাবাদের একটি মসজিদের ঘটনা। তার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে মুর্শিদাবাদের মসজিদে মানুষ জমায়েত করছেন।



এই প্রসঙ্গে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি পাঠায় রাজ্য সরকারকে। মুখ্য সচিব এবং ডিরেক্টর অফ পুলিশকে লেখা চিঠিতে কলকাতার বেশ কিছু জায়গায় লকডাউন ও সামাজিক দূরত্ব না মানার কারণে অসন্তোষ প্রকাশ করা হয়। সেই চিঠিতে উল্লেখ করা হয় রাজাবাজার, নারকেলডাঙা, তপসিয়া, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, একবালপুর এবং মানিকতলার নাম। এবার উঠে এল শিলিগুড়ি এবং মুর্শিদাবাদের কথা। কেন্দ্রের তরফে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে এই বিষয়ে কড়া পদক্ষেপ করার জন্য নির্দেশ দিতে।

ABOUT THE AUTHOR

...view details