কলকাতা, 31 জানুয়ারি: মাঘের শীত বাঘের গায়ে, এই প্রচলিত কথাটি মাঘ মাসের ঠান্ডার দাপটের কথা বলে। তবে কলকাতার মাঘ মাসের শীতে এই কথাটি কতটা অর্থবহ তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। আলিপুর আবহাওয়া দফতরের মহাফেজখানা থেকে যে পরিসংখ্যান বেরিয়ে এসেছে তাতে কলকাতার মাঘের শীতের সামনে লন্ডনের শীতের পিছিয়ে পড়ার ঘটনা ঘটেছিল 1977 সালে। ওই বছর 30 জানুয়ারি কলকাতার পারদ নেমেছিল 9.2 ডিগ্রি সেলসিয়াসে। 31 জানুয়ারি পারদ নেমেছিল 9.1 ডিগ্রি সেলসিয়াসে (West Bengal Weather Update)।
চলতি বছরের জানুয়ারি মাসের শেষ দুটো দিনে কনকনে শীতের আমেজ কলকাতাকে জুবুথুবু করলেও তা পয়তাল্লিশ বছর আগের রেকর্ড ভাঙার জায়গায় অন্তত নেই। রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 24.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। আজ সোমবার শীতের আমেজ বজায় থাকলেও তাতে তাপমাত্রার পারদের অধোগতির কোনও পূর্বাভাস নেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে।