পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Weather Update : বৃষ্টিযোগে শীতের বিদায় ঘণ্টার পূর্বাভাস হাওয়া অফিসের - winter reduce and rainfall weather predict by imd in Kolkata

মাঘের শীত উপলব্ধ তো দূরঅস্ত বরং বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update) । রাজ্যে বাড়বে তাপমাত্রার পারদও।

Weather Update In West Bengal
Weather Update In West Bengal

By

Published : Jan 31, 2022, 7:05 AM IST

কলকাতা, 31 জানুয়ারি: মাঘের শীত বাঘের গায়ে, এই প্রচলিত কথাটি মাঘ মাসের ঠান্ডার দাপটের কথা বলে। তবে কলকাতার মাঘ মাসের শীতে এই কথাটি কতটা অর্থবহ তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। আলিপুর আবহাওয়া দফতরের মহাফেজখানা থেকে যে পরিসংখ্যান বেরিয়ে এসেছে তাতে কলকাতার মাঘের শীতের সামনে লন্ডনের শীতের পিছিয়ে পড়ার ঘটনা ঘটেছিল 1977 সালে। ওই বছর 30 জানুয়ারি কলকাতার পারদ নেমেছিল 9.2 ডিগ্রি সেলসিয়াসে। 31 জানুয়ারি পারদ নেমেছিল 9.1 ডিগ্রি সেলসিয়াসে (West Bengal Weather Update)।

চলতি বছরের জানুয়ারি মাসের শেষ দুটো দিনে কনকনে শীতের আমেজ কলকাতাকে জুবুথুবু করলেও তা পয়তাল্লিশ বছর আগের রেকর্ড ভাঙার জায়গায় অন্তত নেই। রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 24.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। আজ সোমবার শীতের আমেজ বজায় থাকলেও তাতে তাপমাত্রার পারদের অধোগতির কোনও পূর্বাভাস নেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

আরও পড়ুন: টায়ারে ছিল গলদ, ডোরিনা ক্রসিংয়ের বাস দুর্ঘটনায় মত ফরেনসিক বিশেষজ্ঞদের

রৌদ্রজ্বল দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি এবং 13 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। ঋতুচক্রের হিসেব মত শীতের বিদায় কার্যত আসন্ন। পারদ পতন ফেব্রুয়ারির প্রথম দিন থেকে না হওয়ার সম্ভাবনা প্রবল। ধীরে ধীরে তাপমাত্রা শুধু বাড়বেই না তা বৃহস্পতিবার নাগাদ 18 ডিগ্রিতে পৌঁছোতে পারে। পাশাপাশি ফের পশ্চিমী ঝঞ্ঝা কাঁটায় বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 5 ফেব্রুয়ারি শনিবার স্বরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত ধরেই হয়তো শীত বিদায়ের সুর জোরাল হবে। ফাল্গুনের আবহ ঠান্ডা হবে কি না, তা হাওয়া অফিস জোর দিয়ে বলতে পারছে না। তবে, শীতের বিদায় ঘণ্টা বাজতে দেরি নেই তা মালুম হচ্ছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details