পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Idris Ali Slams Suvendu: সিবিআই-ইডি কান্ট টাচ মি, অভিনব পঞ্জাবিতে শুভেন্দুকে বিঁধলেন ইদ্রিস - Dont touch my body

শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কটাক্ষ করতে অভিনব উপায় অবলম্বন করলেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি (Idris Ali)৷ তাঁর পরনের পঞ্জাবিতে তিনি লিখলেন, "সিবিআই-ইডি কান্ট টাচ মি, ডোন্ট টাচ মাই বডি ৷ আই অ্যাম মেল ৷"

I am male, ED, CBI can't touch me: TMC MLA Idris Ali slams Suvendu Adhikari
সিবিআই-ইডি কান্ট টাচ মি, অভিনব পঞ্জাবিতে শুভেন্দুকে বিঁধলেন ইদ্রিস

By

Published : Sep 22, 2022, 5:56 PM IST

Updated : Sep 22, 2022, 7:08 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: পরনের পঞ্জাবিতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সেই মন্তব্য, যা সম্প্রতি ঝড় তুলেছে রাজ্য রাজনীতিতে (Idris Ali Slams Suvendu)৷ 'ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল ৷' বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে এ বার অভিনব উপায় অবলম্বন করলেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি (Idris Ali)৷ শুভেন্দুর মন্তব্যকেই একটু অন্য ভাবে ঘুরিয়ে নিজের পঞ্জাবিতে ইদ্রিস লিখলেন, "সিবিআই-ইডি কান্ট টাচ মি ৷" তিনি আরও বলেছেন, "এই বিজেপি নেতা মনে করেন যে, সিবিআই ও ইডি তাঁকে ছুঁতে পারবে না ৷"

আজ বিধানসভায় একটি সাদা পঞ্জাবি পরে এসেছিলেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি ৷ তাঁর পঞ্জাবিতে লেখা ছিল, "সিবিআই-ইডি কান্ট টাচ মি, ডোন্ট টাচ মাই বডি ৷ আই অ্যাম মেল ৷" বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করেন যে তাঁকে সিবিআই ও ইডি ছুঁতে পারবে না ৷ 'ডোন্ট টাচ মি' বলে তিনি এটাই বোঝাতে চেয়েছেন - এমনই অভিযোগ ইদ্রিস আলির ৷

আরও পড়ুন:লকেটের পর সুকান্তকেও গ্রামে ঢুকতে বাধা, শান্তিনিকেতনে বিক্ষোভের মুখে বিজেপি নেতৃত্ব

তিনি রীতিমতো নাচের ভঙ্গি করে এ দিন বিদ্রুপ করেন বিরোধী দলনেতাকে ৷ সাংবাদিকদের তিনি বলেন, "কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই-ইডি হবে না ৷ যেহেতু তিনি বিজেপিতে গিয়েছেন তাই তিনি বেঁচে যাবেন ? সিবিআই-ইডি বিজেপিকে টাচ করতে পারবে না ! কীভাবে এটা তৈরি করলেন ? নরেন্দ্র মোদিজি করেছেন, নাকি অমিত শাহ সাহায্য করেছেন, নাকি নিজের টাকার বলে এটা করেছেন ৷ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন ৷ আর বলছেন, আমাকে সিবিআই ও ইডি তাক করতে পারবে না ৷"

এ দিন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে তৃণমূল বিধায়ক বলেন, "মমতা যা কাজ করছেন, এখনই ঘরে ঘরে তাঁর ছবি আছে ৷ তাঁকে ভবিষ্যতে মা হিসেবে সবাই পুজো করবেন ৷ সে জন্যই ওদের এত জ্বালা ৷ অমিত শাহকে তো কেউ পোছে না ৷ এই নেতা (শুভেন্দু) মানুষের কথা না বলে শুধু নাচ দেখাচ্ছেন, বলছেন ডোন্ট টাচ মি ৷ মেল না ফিমেল তা কী বলে দিতে হয় ! উনি অনেক কিছু করেছেন ৷ এত পেট্রল পাম্প ৷ এ বার মানুষের কাজ করুন ৷ মমতা ও অভিষেককে ছোঁয়ার চেষ্টা করলে মানুষ বুঝিয়ে দেবে ৷ 2024 সালে ক্ষমতায় তো থাকবেনই না ৷ এ রকম (পঞ্জাবির লেখা) আই অ্যাম মেইল লিখে বাইরের টিকিট কাটতে হবে ৷"

অভিনব পঞ্জাবিতে শুভেন্দুকে বিঁধলেন ইদ্রিস

প্রসঙ্গত, নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) শুরুতে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখে পুলিশ আটকেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । সে সময় শুভেন্দুর সঙ্গে পুলিশের কিছুটা বাকবিতণ্ডা, কথা কাটাকাটি হয় । আর তারই মাঝে কয়েকজন মহিলা পুলিশকর্মী তাঁকে আটক করার জন্য উদ্যোগী হলে তিনি বলে ওঠেন, 'ডোন্ট টাচ মাই বডি ৷ ইউ আর ফিমেল, আই অ্যাম মেল ।' এরপর থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরোধী দলনেতার এই বক্তব্যকে সামনে রেখে লাগাতার কটাক্ষ ছুড়ে দিয়েছে ।

Last Updated : Sep 22, 2022, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details