কলকাতা, 19 সেপ্টেম্বর: বিজেপি বিধায়কদের বাড়িতে (BJP MLA house) হানা দেওয়া হলে সেখান থেকেও টাকার পাহাড় বেরোবে ৷ বিধানসভায় দাঁড়িয়ে দুর্নীতি প্রশ্নে পাল্টা তোপ দেগে এই ভাষাতেই বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Challenges Opposition)৷ বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থাকার কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি অভিযুক্ত বিজেপি নেতাদের বাড়িকে অভিযান চালাচ্ছে না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in Assembly)৷
আজ সিবিআই ও ইডি-র অতি সক্রিয়তা নিয়ে প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায় ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যে প্রস্তাব আনা হয়েছে, তা কারওকে নিন্দা করার জন্য নয় ৷ নিরপেক্ষতা প্রমাণ করতেই এই প্রস্তাব ৷ কোনও রং দেখে নয়, যে অপরাধ করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে বলে মত মমতার ৷ তাঁর দাবি, বিজেপির বিধায়কদের বাড়িতে হানা দিলেও বিপুল পরিমাণে টাকা উদ্ধার হবে ৷ তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি গেরুয়া শিবিরের কোনও নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর ৷ এ প্রসঙ্গে তাঁর নিশানায় ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
বিধানসভায় এ দিন মমতা বলেন, "রাজ্য সরকারকে না জানিয়ে মধ্যরাতে অনেকের বাড়ি হানা দেওয়া হচ্ছে ৷ আর টাকার গল্প শোনাচ্ছেন ৷ যে ক'জন আজ গেরুয়া পরে এসেছেন, তাঁদের সবার বাড়িতে রেইড হোক ৷ আমি চ্যালেঞ্জ করছি, টাকার পর টাকার পাহাড় বেরোবে ৷ শেখাচ্ছেন আমাদের ? তৃণমূলে এলে কয়লা, আর বিজেপিতে গেলে ওয়াশিং মেশিন ৷ কিছু দেখতে পায় না চোখে ৷"