পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজনৈতিক জগতের বড় ক্ষতি : মমতা - CITU leader Shyamal Chakraborty passed away

শ্যামল চক্রবর্তী হাসপাতালে ভরতি থাকাকালীন, তাঁর শারীরিক অবস্থা জানতে চেয়ে মেয়ে ঊষসীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী । নিয়মিত খোঁজখবর রাখছিলেন ৷

Shyamal Chakraborty passed away
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Aug 6, 2020, 3:31 PM IST

Updated : Aug 6, 2020, 5:46 PM IST

কলকাতা, 6 অগাস্ট : প্রয়াত বাম নেতা শ্যামল চক্রবর্তী । কোরোনায় আক্রান্ত হয়ে 78 বছর বয়সে মৃত্যু হল রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রীর । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানান, "তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের বড় ক্ষতি হল ।"

শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, "রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী CPI(M) নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি । তিনি আজ কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল 78 বছর । শ্যামলবাবু CITU-র রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছিলেন । রাজ্যসভার সাংসদও নির্বাচিত হন । এছাড়া তিনি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন । তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের ক্ষতি হল । আমি শ্যামল চক্রবর্তীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

শোকপ্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । লেখেন, " বর্ষীয়ান CPI(M) নেতা শ্যামল চক্রবর্তীর এভাবে চলে যাওয়ায় দুঃখিত । রাজ্যের পরিবহণমন্ত্রী এবং সাংসদ হিসাবে তাঁর অবদান শ্রমিক ইউনিয়নের প্রতিও তাঁর ভালোবাসার পরিচয় দেয় । তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা।"

কিছুদিন আগেই শ্যামল চক্রবর্তীর শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । 25 জুলাই থেকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 অগাস্ট থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছিল । কিন্তু, শেষ পর্যন্ত কোরোনার বিরুদ্ধে এই লড়াইয়ে জিততে পারলেন না এই হার না মানা বাম নেতা ।

শ্যামল চক্রবর্তী হাসপাতালে ভরতি থাকাকালীন, শারীরিক অবস্থা জানতে চেয়ে তাঁর মেয়ে ঊষসীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী । নিয়মিত খোঁজখবর রাখছিলেন । আশ্বাস দিয়েছিলেন সবরকমভাবে পাশে থাকার । কিন্তু, গতরাত থেকেই শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে শ্যামল চক্রবর্তীর । শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে । প্রবল শ্বাসকষ্ট শুরু হয় । পর পর দু'বার হার্ট অ্যাটাক । তারপর মারা যান তিনি ৷

Last Updated : Aug 6, 2020, 5:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details