কলকাতা, 6 জুন : 8 জুন থেকে খুলতে চলেছে হোটেল- রেস্তরাঁ। তবে কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখেই বিশেষ সুরক্ষা পদ্ধতি গ্রহণ করছে পাঁচতারা হোটেলগুলি।
কলকাতার অন্যতম প্রাচীন পাঁচতারা হোটেল ওবেরয় গ্রান্ডের মুখপাত্র জানান, কোরোনা সংক্রমণ রুখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও পর্যটন মন্ত্রকের গাইডলাইন মেনে বিশেষ কয়েকটি সুরক্ষা বিধি যোগ করা হয়েছে। লিফটের বাটন, দরজার হাতল, টেবিল কাউন্টার, রেলিং ইত্যাদি যা বহু মানুষের সংস্পর্শে আসছে, তা নিয়মিত স্যানিটাইজ়ার ও জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হচ্ছে। জিম, সুইমিং পুল ও স্পা আপাতত গাইডলাইন মেনেই বন্ধ রাখা হচ্ছে। তবে ব্যাঙ্কোয়েট হল খোলার সিদ্ধান্ত রাজ্য সরকারের গাইডলাইনের উপর নির্ভর করছে।
তিনি আরও বলেন, লবি ও রেস্তরাঁয় সামাজিক দূরত্ব বজায় রাখতে বসার ব্যবস্থায় রদবদল করা হয়েছে। আমাদের মাস্টারশেফরা যে সকল পদ এবং পানীয় বানাবে, তাতে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিভিন্ন উপাদান ব্যবহৃত হবে। আবাসিক ও অনাবাসিক অতিথিদের দিনে একবার তাপমাত্রা পরীক্ষা করা হবে। এছাড়া হোটেলে কর্মরত সকলকেই মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে।
যাত্রার ক্ষেত্রে প্রতিটি গাড়িকে যাত্রা শুরুর আগে ভালো করে স্যানিটাইজ় করা হবে বলেও তিনি জানান।