পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সেপ্টেম্বর মেট্রো ? স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা মেলেনি - মেট্রো

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার স্পষ্ট করলেন, "এই মুহূর্তে সেপ্টেম্বরে মেট্রো চালু করার কোনও নির্দেশিকা নেই।"

kolkata metro service
মেট্রো

By

Published : Aug 25, 2020, 9:00 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: আগামী মাস থেকে শুরু হচ্ছে চতুর্থ পর্যায়ের আনলক। কোরোনা সংক্রমণ মোকাবেলায় মার্চ মাসের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা। বিভিন্ন মহলের অনুমান, আনলক ফেজ 4-এ চালু হতে পারে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা।

সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রেল মন্ত্রকের কাছে ধাপে ধাপে মেট্রো পরিষেবা চালু করার আর্জি জানিয়েছেন। মন্ত্রক বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে৷ সেই সূত্রেই মনে করা হচ্ছে, হয়তো পর্যায়ক্রমে চালু হতে পারে কলকাতার নর্থ-সাউথ মেট্রো পরিষেবা।

এই বিষয়ে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোসি বলেন, "মেট্রো পরিষেবা চালু হওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের উপর। স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে নির্দেশিকা এলে তা যাবে রেল মন্ত্রকের কাছে। এরপর রেল মন্ত্রক সিদ্ধান্ত নেবে ঠিক কবে থেকে এবং কী কী সতর্কতা মেনে মেট্রো পরিষেবা চালু করা যাবে। সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গেও বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে।"

এইসঙ্গে মনোজ জোসি স্পষ্ট করেন, "এই মুহূর্তে আমাদের কাছে সেপ্টেম্বরে মেট্রো চালু করার কোনও নির্দেশিকা নেই।"

উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 জুলাই থেকে মেট্রো চালানোর আবেদন করেছিলেন।

ABOUT THE AUTHOR

...view details