পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আলুর দামে নাভিশ্বাস মধ্যবিত্তের, 7 দিনে কমবে দাম; আশ্বাস টাস্ক ফোর্সের

আলুর দাম ক্রমশ বাড়ায় কমছে বিক্রি ৷ রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, আগামী 7 দিনের মধ্যে আলুর দাম কমবে ৷

7 দিনে কমবে দাম; আশ্বাস টাস্ক ফোর্সের
7 দিনে কমবে দাম; আশ্বাস টাস্ক ফোর্সের

By

Published : Jan 19, 2020, 8:19 AM IST

কলকাতা, 19 জানুয়ারি : আলুর দাম ঊর্ধ্বমুখী । বাজার করতে গিয়ে পকেটে টান ধরছে সাধারণ মধ্যবিত্তের । নতুন আলু ওঠার পরেও পরিস্থিতি একই রকম । জ্যোতি আলুর দাম কেজি প্রতি 25 টাকা ৷ নতুন আলুর দামও প্রায় এক । আর চন্দ্রমুখী নাগালের বাইরে । কোথাও কোথাও কেজি প্রতি 40 টাকা দরে বিক্রি হচ্ছে ৷ তবে 7 দিনের মধ্যে আলুর দাম কমবে বলে আশ্বাস দিলেন রাজ্য সরকারের টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ৷

সাধারণত প্রতি বছর এই সময় শীতকালীন সবজিসহ আলুর দাম কম থাকে । তবে এবছর কয়েকটি সবজির পাশাপাশি আলুর দামও উল্লেখযোগ্য হারে বেশি । কাঁকুড়গাছি VIP মার্কেটের ক্রেতাদের বক্তব্য, আলুর দাম কমছে না ৷ নতুন আলুর দামও বেশি ৷ কেজি প্রতি 25 টাকা দরে বিক্রি হচ্ছে ৷ পুরানো আলুর দাম আরও বেশি ৷ কেজি প্রতি 32 টাকা দরে বিক্রি হচ্ছে ৷ অন্যদিকে বিক্রেতাদের বক্তব্য, আলুর দাম বাড়ায় বিক্রি বেশ খানিকটা কমেছে ৷ কারণ এই সময় অন্যান্য বছর আলুর দাম থাকে কেজি প্রতি 15 টাকা থেকে 20 টাকা ৷ সেই তুলনায় এ বছর দাম অনেকটা বেশি ৷

আলুর দাম বাড়ায় টান ধরেছে মধ্যবিত্তের পকেটে ৷

এ বিষয়ে রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, "প্রতিবছর প্রচুর পরিমাণে পুরানো আলু থাকে । এ বছরে পুরানো আলু সব বেরিয়ে গেছে ৷ নতুন আলু মাঠ থেকে আসছে । এর ফলে চাষিরা উপকৃত হচ্ছে । চাষিরা যে'টা বিক্রি করছেন বেশ কিছু হাত ঘুরে সেই আলু বাজারে আসছে ৷ এর জন্য আলুর দাম বেশি । আমার আশা, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে দাম কেজি প্রতি 15 টাকায় নে‌মে আসবে । আলুর দাম বৃদ্ধি নিয়ে এনফোর্সমেন্ট থেকে অফিশিয়াল রিপোর্ট গিয়েছে । ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমরা মুখ্যমন্ত্রী কাছে রিপোর্ট পাঠিয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details