কলকাতা, 16 জুলাই : আগামী 23 জুলাই প্রকাশিত হতে চলেছে হাই মাদ্রাসার পরীক্ষার ফল ৷ ওইদিন অর্থাৎ, শুক্রবার সকাল 11টার সময় 2021 সালের হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফলপ্রকাশ করা হবে ৷ বেলা 12টা থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল জানতে পারবে ৷ এ বছর করোনা সংক্রমণের কারণে মাদ্রাসা বোর্ডের কোনও পরীক্ষাই নেওয়া সম্ভব হয়নি ৷ তাই বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে এ বছর পরীক্ষার ফলপ্রকাশ করা হবে ৷
পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, 23 জুলাই 12টা থেকে ওয়েবসাইটে পরীক্ষার ফল জানা গেলেও, পড়ুয়া ওইদিন মার্কশিট হাতে পাবে না ৷ প্রতিটি হাই মাদ্রাসার প্রধান শিক্ষকরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের আঞ্চলিক বিতরণ অফিস থেকে দুপুর 1টার সময় অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং শংসাপত্র সংগ্রহ করবেন ৷ 24 জুলাই প্রত্যেক পড়ুয়াকে নিজেদের মাদ্রাসা থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে ৷ সেই অ্যাডমিট কার্ড দেখিয়ে মার্কশিট ও শংসাপত্র তুলতে পারবে পড়ুয়ারা ৷
আরও পড়ুন : থালা হাতে 'ভিক্ষুক' মিছিল মাদ্রাসা শিক্ষকদের