পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

23 জুলাই প্রকাশিত হচ্ছে হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফল

23 জুলাই, শুক্রবার হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফলপ্রকাশ করবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ ৷ সকাল 11টার সময় পর্ষদের তরফে পরীক্ষার ফলপ্রকাশ করা হবে ৷ বেলা 12টা থেকে পর্ষদের ওয়েবসাইটে পড়ুয়ারা ফল জানতে পারবে ৷

high-madrasa-examination-2021-result-will-declare-on-23rd-july-friday
23 জুলাই প্রকাশিত হচ্ছে হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফল

By

Published : Jul 16, 2021, 10:31 AM IST

কলকাতা, 16 জুলাই : আগামী 23 জুলাই প্রকাশিত হতে চলেছে হাই মাদ্রাসার পরীক্ষার ফল ৷ ওইদিন অর্থাৎ, শুক্রবার সকাল 11টার সময় 2021 সালের হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফলপ্রকাশ করা হবে ৷ বেলা 12টা থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল জানতে পারবে ৷ এ বছর করোনা সংক্রমণের কারণে মাদ্রাসা বোর্ডের কোনও পরীক্ষাই নেওয়া সম্ভব হয়নি ৷ তাই বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে এ বছর পরীক্ষার ফলপ্রকাশ করা হবে ৷

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, 23 জুলাই 12টা থেকে ওয়েবসাইটে পরীক্ষার ফল জানা গেলেও, পড়ুয়া ওইদিন মার্কশিট হাতে পাবে না ৷ প্রতিটি হাই মাদ্রাসার প্রধান শিক্ষকরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের আঞ্চলিক বিতরণ অফিস থেকে দুপুর 1টার সময় অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং শংসাপত্র সংগ্রহ করবেন ৷ 24 জুলাই প্রত্যেক পড়ুয়াকে নিজেদের মাদ্রাসা থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে ৷ সেই অ্যাডমিট কার্ড দেখিয়ে মার্কশিট ও শংসাপত্র তুলতে পারবে পড়ুয়ারা ৷

আরও পড়ুন : থালা হাতে 'ভিক্ষুক' মিছিল মাদ্রাসা শিক্ষকদের

অন্যদিকে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে অনলাইনে পরীক্ষার ফলাফল জানতে ওয়েবসাইটের তালিকাও প্রকাশ করেছে ৷ সেগুলি হল-- www.wbbme.org, www.wbresults.nic.in, www.exametc.com ৷ এছাড়া মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানা যাবে ৷ এ বছর মোট 80 হাজার পরীক্ষার্থীর ফলপ্রকাশ হবে ৷

আরও পড়ুন : সবুজসাথীর সাইকেল থেকে বঞ্চিত, বিক্ষোভ পড়ুয়াদের

প্রসঙ্গত, আগামী 22 জুলাই পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদের তরফে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে ৷ সেক্ষেত্রেও করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে পরীক্ষা না হওয়ায় বিশেষ মূল্যায়নের মাধ্য়মে প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর নির্ধারণ করেছে পর্ষদ ৷ তবে, কোনও পরীক্ষার্থী নম্বরে সন্তুষ্ট না হলে, করোনার প্রকোপ কমলে তারা পরীক্ষায় বসতে পারবে ৷

ABOUT THE AUTHOR

...view details