পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শূন্যপদের সংখ্যা না জানিয়েই কেন আপার প্রাইমারিতে নিয়োগ? SSC-র কাছে হলফনামা তলব

চূড়ান্ত শূন্যপদের সংখ্যা ঘোষণা না করেই কেন শুরু হল আপার প্রাইমারিতে নিয়োগের ইন্টারভিউ ? ইন্টারভিউয়ের পূর্ণাঙ্গ তালিকাসহ কমিশনকে হলফনামা জমার নির্দেশ দিল হাইকোর্ট ৷

হাইকোর্ট -ফাইল ছবি

By

Published : Jul 19, 2019, 8:07 PM IST

কলকাতা, 19 জুলাই : চূড়ান্ত শূন্যপদ ঘোষণা না করেই কেন শুরু হল ইন্টারভিউ? চূড়ান্ত শূন্যপদের সংখ্যাসহ স্কুল সার্ভিস কমিশনের কাছে একাধিক বিষয়ের ব্যাখ্যা চাইল হাইকোর্ট ৷ আগামী 29 জুলাইয়ের মধ্যে SSC-কে এবিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ৷

অভিযোগ, আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে হাইকোর্ট প্রশিক্ষিত চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে ডাকার নির্দেশ দেয় ৷ তার পরও বেশকিছু প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে ডাকে কমিশন ৷ সেই সঙ্গে চূড়ান্ত শূন্যপদের সংখ্যা ঘোষণা না করেই আপার প্রাইমারিতে নিয়োগের ইন্টারভিউ শুরু হয়৷ এসমস্ত বিষয়ে আগামী 29 জুলাই SSC-কে হলফনামা দেওয়ার নির্দেশ দিল মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ ৷ আজ মামলার শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম ও বিশাখ ভট্টাচার্য বলেন, "আদালত নির্দেশ দেওয়ার পরও প্রশিক্ষণহীন প্রার্থীরা ইন্টারভিউতে বসেছেন ৷ চূড়ান্ত শূন্যপদের সংখ্যা না জানিয়েই ইন্টারভিউ নেওয়া হয়েছে ৷ তাহলে 1 : 1.4-এর অনুপাত আদৌ মান্য হল কি না সেটা একজন সাধারণ প্রার্থী কীভাবে বুঝবেন? " যদিও কমিশনের আইনজীবী লক্ষ্মী গুপ্ত বশ্য বলেন," দু'একটা ভুল কমিশনের হয়েছিল ৷ সেটা তারা সংশোধন করে নেবে ৷ "

আরও পড়ুন : আপার প্রাইমারি: ইন্টারভিউ শিটে পেনসিলে নম্বর ! উঠছে অস্বচ্ছতার অভিযোগ

দুপক্ষের বক্তব্য শোনার পরই বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের কাছে হলফনামা চান ৷ বিচারপতির নির্দেশ, ইন্টারভিউয়ের পূর্ণাঙ্গ তালিকা, প্রশিক্ষিতদের বাদ দিয়ে প্রশিক্ষণহীনদের সুযোগ দেওয়া ও চূড়ান্ত শূন্যপদের সংখ্যা কেন জানানো হয় নি এসব বিষয়ে SSC-র কে তাদের বক্তব্য লিখিত আকারে জানাতে হবে ৷
15 জুলাই আপার প্রাইমারির প্রথম দফার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে ৷ তবে হাইকোর্টের পরবর্তী নির্দেশ ছাড়া ইন্টারভিউয়ের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা যাবে না ৷ ফলে আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত বিযয়টি এই মামলার উপর নির্ভর করছে ৷

আরও পড়ুন : পরের সপ্তাহে SSC চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details