কলকাতা, 19 জুলাই : চূড়ান্ত শূন্যপদ ঘোষণা না করেই কেন শুরু হল ইন্টারভিউ? চূড়ান্ত শূন্যপদের সংখ্যাসহ স্কুল সার্ভিস কমিশনের কাছে একাধিক বিষয়ের ব্যাখ্যা চাইল হাইকোর্ট ৷ আগামী 29 জুলাইয়ের মধ্যে SSC-কে এবিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ৷
অভিযোগ, আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে হাইকোর্ট প্রশিক্ষিত চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে ডাকার নির্দেশ দেয় ৷ তার পরও বেশকিছু প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে ডাকে কমিশন ৷ সেই সঙ্গে চূড়ান্ত শূন্যপদের সংখ্যা ঘোষণা না করেই আপার প্রাইমারিতে নিয়োগের ইন্টারভিউ শুরু হয়৷ এসমস্ত বিষয়ে আগামী 29 জুলাই SSC-কে হলফনামা দেওয়ার নির্দেশ দিল মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ ৷ আজ মামলার শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম ও বিশাখ ভট্টাচার্য বলেন, "আদালত নির্দেশ দেওয়ার পরও প্রশিক্ষণহীন প্রার্থীরা ইন্টারভিউতে বসেছেন ৷ চূড়ান্ত শূন্যপদের সংখ্যা না জানিয়েই ইন্টারভিউ নেওয়া হয়েছে ৷ তাহলে 1 : 1.4-এর অনুপাত আদৌ মান্য হল কি না সেটা একজন সাধারণ প্রার্থী কীভাবে বুঝবেন? " যদিও কমিশনের আইনজীবী লক্ষ্মী গুপ্ত বশ্য বলেন," দু'একটা ভুল কমিশনের হয়েছিল ৷ সেটা তারা সংশোধন করে নেবে ৷ "