কলকাতা, 22 জুন:আপার প্রাইমারির শতাধিক চাকরিপ্রার্থীর নথি যাচাইয়ের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আগামী ছয় সপ্তাহের মধ্যে SSC-কে প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক চাকরিপ্রার্থীর নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চ ।
অভিযোগ, প্রশিক্ষণপ্রাপ্ত ও বেশি নম্বর থাকা সত্ত্বেও অনেক চাকরিপ্রার্থীকে আপার প্রাইমারির তৃতীয় পর্যায়ের নথি যাচাইয়ে ডাকেনি SSC । তার বদলে প্রশিক্ষণহীন এবং কম নম্বর পাওয়া চাকরিপ্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডেকেছে কমিশন । এর বিরুদ্ধে প্রায় শতাধিক চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । গতকাল সেই মামলার শুনানিতে মামলাকারীদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "যাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেকেছে কমিশন তাদের অনেকের প্রশিক্ষণ নেই । অথচ প্রশিক্ষণপ্রাপ্তদের ডাকা হয়নি।"
আরও পড়ুন : অপ্রশিক্ষিতদের সঙ্গে প্রশিক্ষিতদেরও ডাকতে হবে, নির্দেশ হাইকোর্টের