পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Weather Forecast : রবিবার থেকে তিনদিন ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা

জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে কাল থেকে আগামী তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হতে চলেছে ভারী বৃষ্টিপাত ৷ সবথেকে বেশি বৃষ্টিপাত হবে 28 সেপ্টেম্বর ৷ বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ তার জন্য মানুষজনকে নিরাপদ আশ্রয়ের কথা বলেও সতর্ক করা হয়েছে ৷

রবিবার থেকে টানা তিনদিন ভারী বৃষ্টি রাজ্যে
রবিবার থেকে টানা তিনদিন ভারী বৃষ্টি রাজ্যে

By

Published : Sep 25, 2021, 6:56 AM IST

Updated : Sep 25, 2021, 1:17 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপর তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । আগামী 12 ঘণ্টায় এই প্রক্রিয়া আরও জোরালো হবে ৷ তারপর ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এই নিম্নচাপ ৷ ক্রমশ ওড়িশা উপকূলের দিকে এই গভীর নিম্নচাপ এগিয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস ।

আরও জানা যাচ্ছে, 26 সেপ্টেম্বর নাগাদ আরও একটি ঘূর্ণাবর্ত ঊর্ধ্ব পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলেছে । এই ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে । এই সাঁড়াশি আক্রমণের জেরে আগামী 26 ও 27 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে 28 তারিখ । দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে । ভারী বৃষ্টিপাতের জন্য দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর । রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি চলবে সব জেলাতেই ।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, আগামী 26 তারিখ পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । অন্যান্য জেলাগুলিতেও ভালই বৃষ্টিপাত হবে ৷ তারপরের দিন অর্থাৎ 27 তারিখ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাত জারি থাকবে ৷ তবে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28 তারিখ ৷ এইদিন রাজ্যের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে । ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে । ইতিমধ্যেই 25 তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে । কারণ এই নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে । ইতিমধ্যেই যাঁরা সমুদ্র চলে গিয়েছেন তাঁদের ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর ।

রবিবার থেকে আগামী তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের জেরে নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে । নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে । কলকাতা শহরের নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে । ফলে শহরে যান চলাচলে সমস্যাও হতে পারে । পুরানো বাড়ি ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে । ভারী বৃষ্টির জেরে চাষের ক্ষতির সম্ভাবনা রয়েছে । জেলার কাঁচা রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে ৷ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে । বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস ।

আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 98 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হচ্ছে ছিটেফোঁটা ।

আরও পড়ুন : fishermen warning : ফের দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

Last Updated : Sep 25, 2021, 1:17 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details