কলকাতা, 25 জুন : আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর । যদিও দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকলেও এখনই বৃষ্টির পূর্বাভাস নেই । বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গকে অপেক্ষা করতে হবে 30 জুন পর্যন্ত ।
গতকাল থেকে ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা । আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । অন্যদিকে, গত 24 ঘণ্টায় উত্তরবঙ্গের হিমালয় পার্বত্য এলাকা সংলগ্ন পাঁচটি জেলা কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হয়েছে ।
- বক্সাদুয়ারে বৃষ্টি হয়েছে 310 মিমি
- ঝালংয়ে 310 mm
- হাসিমারাতে 130 mm
- নাগরাকাটা 100 mm
- ডায়নায় 90 mm