কলকাতা, 7 ডিসেম্বর : স্বীকৃতি নেই এমন অনেক ইনস্টিটিউট বেআইনিভাবে নার্সিং কোর্স চালু রেখেছে পশ্চিমবঙ্গে । এই সব নার্সিং স্কুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর । এর জন্য অবিলম্বে ওই নার্সিং স্কুলগুলির বিরুদ্ধে এফআইআর করার জন্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর । সোমবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশে জানানো হয়েছে, এই বিষয়টি নজরে এসেছে যে, পশ্চিমবঙ্গের এমন অনেক ইনস্টিটিউট রয়েছে, যে সব ইনস্টিটিউটে নার্সিংয়ের কোর্স চালু রাখার জন্য কোনও স্বীকৃতি নেই । অথচ, ওই সব ইনস্টিটিউটে বেআইনিভাবে নার্সিং স্কুল চালু রাখা হয়েছে । ওই সব নার্সিং স্কুলে পড়ুয়াদের ভরতি নেওয়ার জন্য খবরের কাগজে বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে ।
এই বিষয়ে সোমবার উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হাওড়া এই 5 জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পাঠানো এক চিঠিতে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী জানিয়েছেন, নার্সিং কোর্সে পড়ুয়াদের ভরতি নেওয়ার জন্য এই সব নার্সিং স্কুলের কোনও আইনি অধিকার নেই । কারণ, এই সব ইনস্টিটিউট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের স্বীকৃত নয় । এরাজ্যের কোন কোন ইনস্টিটিউট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের স্বীকৃত, সেইসব ইনস্টিটিউটের নাম এই ওয়েবসাইটে দেখে নেওয়া যাবে : www.indiannursingcouncil.org এবং, www.wbnc.in ।