কলকাতা, 24 ফেব্রুয়ারি: স্বাস্থ্যসাথী নিয়ে আরও কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাতে আসা রোগীকে ফেরালে যে কোনও হাসপাতালকেই কঠোর শাস্তির মুখে পড়তে হবে। স্বাস্থ্য দফতরের দেওয়া বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় প্রত্যেক প্রশাসনিক বৈঠকেই এ নিয়ে মুখ খুলেছেন ৷ তাঁর সাফ কথা, স্বাস্থ্যসাথীর আওতায় মানুষকে পরিষেবা দিতে হবে হাসপাতালগুলিকে ৷ কিন্তু তারপরও ঘটছে একের পর এক রোগী ফেরানোর ঘটনা ৷ এরই প্রেক্ষিতে রাজ্য়ে সিদ্ধান্ত হল, এবার থেকে 10টির বেশি শয্যাবিশিষ্ট সমস্ত বেসরকারি হাসপাতালকেই স্বাস্থ্যসাথীর কার্ড গ্রহণ করতে হবে। এই নির্দেশ অমান্য করলে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের তরফে। সেক্ষেত্রে অভিযুক্ত হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধে ক্লিনিক্য়াল এসট্য়াবলিশমেন্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে ৷
বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য দফতর জানিয়ে দিয়েছে, যদি কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে 10টির বেশি শয্যা থাকে, সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী গ্রহণ করা বাধ্যতামূলক হবে। দীর্ঘ কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে টানাপোড়েন চলার পরই এই সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর।