পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পরিবর্তিত পাঠ্যক্রমে প্রকাশ করা হোক মডেল প্রশ্নপত্র, চিঠি প্রধান শিক্ষকদের - মধ্য়শিক্ষা পর্ষদ

এদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মডেল প্রশ্নপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে। চন্দনবাবু বলেন, ‘‘এই বছর যেমন কোনও সামেটিভ পরীক্ষা হয়নি। তেমনি কোনও নির্বাচনী পরীক্ষা হয়নি। তাই পর্ষদ ও সংসদের কাছে আমরা দাবি জানিয়েছি যে পরিবর্তিত সিলেবাস ও নম্বর বিভাজনের রূপরেখা অনুযায়ী মডেল প্রশ্নের বুকলেট প্রকাশ করা হোক।’’

Head Masters_demanded_that_madhyamik_and_Higher Secondary_board_publish_model_question_booklet
পরিবর্তিত পাঠ্যক্রমে প্রকাশ করা হোক মডেল প্রশ্নপত্র, পর্ষদ ও সংসদের কাছে চিঠি প্রধান শিক্ষকদের

By

Published : Jan 31, 2021, 9:32 PM IST

কলকাতা, 31 জানুয়ারি: পরিবর্তিত পাঠ্য়ক্রমের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্য়মিকের মডেল প্রশ্নপত্র তৈরি করে প্রকাশের দাবি জানালেন রাজ্যের প্রধান শিক্ষকদের একাংশ ৷ পাশাপাশি স্কুল খোলার দাবিতে পশ্চিমবঙ্গ মধ্য়শিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদে চিঠি দিল প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের সংগঠন স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস ৷ প্রসঙ্গত, কোরোনা মহামারির কারণে রাজ্য সরকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাসের 30 থেকে 35 শতাংশ পাঠ্য়ক্রমে কাটছাট করার কথা ঘোষণা করেছিল ৷ সেই ঘোষণা মতোই এবার এই দাবি জানালেন রাজ্যের অধিকাংশ প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকারা ৷

স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি বলেন, ‘‘2020 সালের মার্চ মাসের মাঝামাঝি থেকে বিদ্যালয়গুলো বন্ধ হয়ে আছে। 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা মাত্র আড়াই মাস ক্লাস করার সুযোগ পেয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে তাঁরা উপযুক্ত নির্বাচনী পরীক্ষায় বসার সুযোগ পেল না। ফলে মানসিকভাবে তারা ভীত। আবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশক্রমে আগামী মার্চ মাসে 2021 উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার নির্ঘণ্ট চূড়ান্ত হয়েছে। যথাযথ ল্যাব ওয়ার্ক না করে ব্যবহারিক পরীক্ষা দেওয়া কতখানি যুক্তিপূর্ণ, আমরা তা সংসদকে বিবেচনা করতে অনুরােধ করেছি। আমরা পর্ষদ ও সংসদের কাছে দাবি জানিয়েছি, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এবং একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন কোরোনা মহামারির প্রোটোকল মেনে চালু করা হােক।’’



এর পাশাপাশি এদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মডেল প্রশ্নপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে। চন্দনবাবু বলেন, ‘‘এই বছর যেমন কোনও সামেটিভ পরীক্ষা হয়নি। তেমনি কোনও নির্বাচনী পরীক্ষা হয়নি। তাই পর্ষদ ও সংসদের কাছে আমরা দাবি জানিয়েছি যে পরিবর্তিত সিলেবাস ও নম্বর বিভাজনের রূপরেখা অনুযায়ী মডেল প্রশ্নের বুকলেট প্রকাশ করা হোক। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দিয়ে তৈরি করতে হবে এই বুকলেট এবং পরীক্ষার অন্তত দু’মাস আগে তা বিনামূল্যে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।’’

পরিবর্তিত পাঠ্যক্রমে প্রকাশ করা হোক মডেল প্রশ্নপত্র, পর্ষদ ও সংসদের কাছে চিঠি প্রধান শিক্ষকদের

আরও পড়ুন : কমছে পাঠ্যক্রম, কী কী থাকছে মাধ্যমিকে ও বাদ যাচ্ছে উচ্চমাধ্যমিকে ?

অন্যদিকে, ইতিমধ্যেই মাধ্যমিকের সংক্ষিপ্ত পাঠ্যক্রম ও নতুন প্রশ্ন কাঠামো অনুসরণ করে, একগুচ্ছ মডেল প্রশ্নপত্র তৈরি করে ‘ডব্লুবিজিএসটিএ মাধ্যমিক মডেল 2021’ প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির তরফে। সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, ‘‘এই বইতে মডেল প্রশ্নপত্রের পাশাপাশি 2017, 2018, 2019 ও 2020 সালের মাধ্যমিকের সাতটি বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলির আদর্শ উত্তর সংকেত সংযোজন করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে মাধ্যমিক পরীক্ষার প্রায় 4 মাস আগে এই বইটি প্রকাশ করা হল যাতে তাঁরা পরীক্ষার অনেক আগেই এই মডেল প্রশ্নপত্র ব্যবহার করে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে।’’ মোট 444 পাতার 'ডব্লুবিজিএসটিএ মাধ্যমিক মডেল 2021’ বইটি কলেজ স্ট্রিট বইপাড়া থেকে সংগ্রহ করতে পারবে ইচ্ছুক পরীক্ষার্থীরা। 9433164373 এবং 9830610173, এই হেল্পলাইন নম্বর দু’টিতে ফোন করেও বইটি সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা।

ABOUT THE AUTHOR

...view details