পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Hanging body of BJP worker recovered: রাজ্যে শাহ থাকাকালীন বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার টালায় - বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

রাজ্যে অমিত শাহ থাকাকালীন এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল কলকাতায় (Hanging body of BJP worker recovered)৷ টালার ঘোষ বাগান থেকে উদ্ধার হয়েছে দেহ ৷

hanging-body-of-bjp-worker-recovered-from-kolkata
রাজ্যে শাহ থাকাকালীন বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার টালায়

By

Published : May 6, 2022, 10:54 AM IST

কলকাতা, 6 মে: রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকাকালীন খাস কলকাতায় এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনা ঘটল (Hanging body of BJP worker recovered)৷ দেহ আগলে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা । টালা থানা এলাকার ঘোষ বাগানের ঘটনা ।

আজ সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার দেহ ৷ খবর পেয়ে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান । বিজেপির তরফ থেকে অভিযোগ, ইতিমধ্যেই যাবতীয় ঘটনা জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে । বিজেপির অভিযোগ, ওই কর্মীকে খুন করা হয়েছে ৷ খুনের পর যাবতীয় তথ্য-প্রমাণ লোপাটের জন্যই তাঁকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে । তবে এই নিয়ে মুখ খুলতে চাননি কলকাতা পুলিশের কোনও কর্তা । এই ঘটনায় বারবার চেষ্টা করা হলেও কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (অপরাধ) মুরলীধর শর্মার সঙ্গে যোগাযোগ করা যায়নি ।

আরও পড়ুন:Shah to visit Sourav's Residence: শুক্রে সৌরভের বাড়ি যাচ্ছেন শাহ ! শুরু রাজনৈতিক জল্পনা

এ দিকে, গতকালই রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আজ বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন স্ট্রিটে তাঁর আসার কথা রয়েছে । তার ঠিক কিছুক্ষণ আগেই কলকাতা শহরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে । ইতিমধ্যেই দেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । লালবাজার সূত্রের খবর, মৃত অর্জুন চৌরাসিয়ার গলায় কালশিটে দাগ পাওয়া গিয়েছে । তবে দেহে বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন এখনও পর্যন্ত মেলেনি । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানতে পারবেন গোয়েন্দারা ।

ABOUT THE AUTHOR

...view details