পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বেড়ে 3600 টাকা

2 হাজার 600 টাকা থেকে প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বেড়ে 3 হাজার 600 টাকা হল ৷

পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Jul 26, 2019, 6:15 PM IST

Updated : Jul 26, 2019, 11:08 PM IST

কলকাতা, 26 জুলাই : প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বেড়ে 3 হাজার 600 টাকা হল ৷ গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, অর্থ দপ্তরের কাছে গ্রেড পে বাড়িয়ে 3 হাজার 600 টাকা করার প্রস্তাব পাঠানো হয়েছে ৷ তাতে অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর ৷ 1 অগাস্ট থেকে নতুন হারে বেতন কার্যকর হবে ৷

রাজ্যের প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকরা 2 হাজার 600 টাকা গ্রেড-পে পেতেন । এই পে-ব‍্যান্ড (পে ব্যান্ড 2) অনুযায়ী তাঁদের বেতন ছিল 5 হাজার 400 টাকা থেকে 25 হাজার 200 টাকা ৷ সর্বভারতীয় বেতনক্রম অর্থাৎ PRT স্কেলের চালুর দাবিতে উসতি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) ব্যানারে 13 জুলাই থেকে সল্টলেকে অনশন করছিলেন একদল প্রাথমিক শিক্ষক ৷ কিন্তু, আর্থিক অনটনের কারণে সর্বভারতীয় বেতনক্রম অনুসারে 4 হাজার 200 টাকা গ্রেড-পে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার ৷ তবে, গ্রেড-পে বাড়িয়ে 3 হাজার 600 টাকা করার প্রস্তাব অর্থ দপ্তরের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ৷

এই সংক্রান্ত আরও খবর :অনশনমঞ্চে অসুস্থ UUPTWA-এর রাজ্য সম্পাদিকা

এরপর আজ গ্রেড-পে বাড়ানোর নির্দেশিকা জারি করে রাজ্য সরকার ৷ সেই অনুযায়ী প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে বেড়ে 3 হাজার 600 টাকা হয় ৷ অর্থাৎ পে ব্যান্ড 2 থেকে 3-এ যায় গ্রেড-পে ৷ ফলে তাঁদের নতুন পে-ব্যান্ড হচ্ছে 7,100-37,600 টাকা ৷ অন্যদিকে, অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে 2 হাজার 300 টাকা থেকে বেড়ে 2 হাজার 900 টাকা হয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর :বাড়তে পারে প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে : সূত্র

Last Updated : Jul 26, 2019, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details