কলকাতা, 10 মে : তৃতীয় দফায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূলের সরকার গঠিত হতে না হতেই আবারও রণংদেহি রূপে ফিরলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ভোট পরবর্তী হিংসা নিয়ে তুমুল সমালোচনা করলেন রাজ্য সরকারের ৷ রাজ্য়পালের সাফ বার্তা, হিংসা দমন করতে রাজ্য সরকারের ভূমিকায় খুশি নন তিনি ৷ এবার তাই নিজেই মাঠে নামতে চান জগদীপ ধনকড় ৷ হিংসা কবলিত এলাকায় সশরীরে যেতে চান তিনি ৷ কথা বলতে চান অত্য়াচারিতদের সঙ্গে ৷ সোমবার রাজভবন থেকে একথা জানালেন রাজ্যপাল নিজেই ৷
গত 2 মে ঘোষিত হয়েছে বিধানসভা নির্বাচনের ফল ৷ তৃতীয় দফায় ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস ৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সোমবার শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার 43 জন সদস্য ৷ আর ঠিক এদিনই ফের একবার চাঁচাছোলা ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
এদিন রাজভবন থেকে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হন রাজ্যপাল ৷ তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনের সামগ্রিক প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর থেকেই রাজ্যজুড়ে চলছে হিংসা ৷ রাজনৈতিক হানাহানির বলি হচ্ছেন সাধারণ মানুষ ৷ রাজ্যপালের দাবি, ভোট দিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করাতেই মানুষকে নিশানা করা হচ্ছে ৷ এমন অস্থির আবহে গণতন্ত্র ও সংবিধান সঙ্কটে পড়ে যাচ্ছে বলে মনে করেন রাজ্য়ের সাংবিধানিক প্রধান ৷