কলকাতা, 16 জুন : ইলিউশন অর্থাৎ ঘোর এর মধ্যে থাকেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর মানসিক চিকিৎসা প্রয়োজন ৷ এভাবেই রাজ্যের সাংবিধানিক প্রধানকে নিশানা করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য় প্রশাসক ফিরহাদ হাকিম ৷ গতকাল দিল্লিতে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন ৷ যেখানে তাঁর বক্তব্যের সারমর্ম ছিল পশ্চিমবঙ্গ জ্বলছে ৷ রাজ্যের সাংবিধানিক প্রধানের এমন মন্তব্য যে শাসক দল ভালভাবে নেবে না তা স্বাভাবিক ৷ তাই রাজ্যপালকে নিশানা করে এ কথা বলেন ফিরহাদ ৷
আজ কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের 96 তম প্রয়াণ দিবস ৷ তাঁকে সম্মান জানাতে আজ কেওড়াতলা মহাশ্মশানে চিত্তরঞ্জন দাশের মূর্তিতে মাল্যদান করেন কলকাতা পৌরনিগমের আরেক প্রাক্তন মেয়র তথা পৌর প্রশাসক ফিরহাদ হাকিম ৷ সেখানেই রাজ্যপালের গতকালের মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় ৷ যার উত্তরে ফিরহাদ হাকিম বলেন, রাজ্যপাল নিজে ঘোরের মধ্যে রয়েছেন ৷ কারও মনের মধ্যে যদি সবসময় আগুন জ্বলে ৷ তাহলে সেই ব্যক্তি ঘুমের মধ্যেও ভাববে আগুন জ্বলছে ৷ আর জেগে থেকেও মনে হবে আগুন জ্বলছে ৷ এদের মানসিক চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেন ফিরহাদ হাকিম ৷