কলকাতা, 19 এপ্রিল : BJP সাংসদদের গৃহবন্দী করে রাখা ইশুতে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ পরপর টুইট করে রাজ্যের বিরুদ্ধে অসন্তোষ ব্যক্ত করলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, ‘‘নিজে হাজার হাজার মানুষকে খাওয়াতে পারছেন, অথচ অন্যদের বাড়ির বাইরে পা রাখতে দেওয়া হচ্ছে না!’’
BJP সাংসদদের কার্যত গৃহবন্দী করে রেখেছে রাজ্য সরকার ৷ ত্রাণ বিলির নামে রাজনীতি করছে প্রশাসন ৷ রাজ্য BJP-র তরফে এই অভিযোগ বারবার করা হয়েছে ৷ এই বিষয়টিকে উল্লেখ করে এর আগে রাজ্য সরকার ও সাংসদদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল ৷ তার জবাবে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যাপাধ্যায় রাজ্যপালের অতিরিক্ত মুখ্যসচিব এস সি তিওয়ারির কাছে চিঠি দেন ৷ চিঠিতে তিনি লেখেন, ‘‘আমি সরাসরি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে, যাবতীয় প্রোটোকল মেনেই আইন অনুযায়ী জেলাশাসক ও পুলিশ আধিকারিকরা কাজ করছেন ৷’’
আলাপন বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি পাওয়ার পরই রাজ্যপাল আজ সকালে টুইট করেন ৷ লেখেন, ‘‘হে ভগবান! কোথায় যাচ্ছি আমরা ! সাংসদদের কাজকর্মে বাধা দেওয়ার বিষয়টিতে মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্যসচিবের তরফ থেকে এই ধরনের জবাব পাওয়া গেল ৷ কোনও বিষয়বস্তু নেই এই চিঠিতে ৷ আশ্চর্যের বিষয় ! একজন হাজার হাজার মানুষকে প্রতিদিন খাওয়াচ্ছেন, অথচ অন্যদের বাড়ির বাইরে পা রাখতেও দেওয়া হচ্ছে না ৷’’