কলকাতা, 17 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর চিঠির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবস্থা নিতে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ একটি দু'পাতার চিঠি দিয়ে জরুরি পদক্ষেপ করতে বলেন তিনি ৷
শুভেন্দুর চিঠির প্রেক্ষিতে জরুরি পদক্ষেপ করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
অবস্থান বদলের পরেই প্রতিহিংসামূলক রাজনীতির শিকার তিনি ও তাঁর ঘনিষ্ঠরা ৷ এমন অভিযোগ জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ যার প্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জরুরি পদক্ষেপ করতে বলে চিঠি দিলেন রাজ্যপাল ৷
গতকাল বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী ৷ এরপরই রাজ্যপালকে একটি চিঠি লেখেন ৷ চিঠিতে তিনি অভিযোগ করেন, "অবস্থান বদলাতেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে ৷ পুলিশ প্রতিহিংসামূলক আচরণ করছে ৷ আমার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ফৌজদারি মামলার হুমকি দেওয়া হচ্ছে ৷" সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালের হস্তক্ষেপ কামনা করেন তিনি ৷
এরই প্রেক্ষিতে আজ দু'পাতার চিঠিতে রাজ্যপাল লেখেন, " আপনার একসময়ের সহকর্মীর এই ধরনের উদ্বেগ কোথাও গিয়ে আইনের শাসনের দিকে আঙুল তুলছে ৷ সাংবিধানিক মূল্যবোধ ধরে রাখতে এবং আইনের শাসন বহাল রাখতে আত্মসমালোচনা এবং পরিস্থিতি সংশোধনের প্রয়োজন ৷ "