কলকাতা, 14 ফেব্রুয়ারি : সমসাময়িক রাজনৈতিক ইশুতে বক্তব্য রাখার জন্য গতকালই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ঐশী ঘোষকে আহ্বান জানিয়েছিল বাম ছাত্র সংগঠন SFI-এর কলকাতা শাখা ৷ কিন্তু ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি ঐশীকে ৷ CAA ও NRC-র প্রতিবাদে আজ ফের শিবপুর IIEST থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করেন তিনি ৷
আজ দেশের তলানিতে পৌঁছানো অর্থনীতির কথা উল্লেখ করেন ঐশী ৷ এভাবে চলতে থাকলে আগামী দিনে দেশের অর্থনীতির আরও অবনমন হবে বলে মনে করছেন তিনি ৷ JNUSU সভানেত্রী বলছেন, "যেভাবে দেশের সরকারি সংস্থাগুলিকে বেচে দেওয়া হচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে আজকে সরকারের হাতে কোনও টাকা নেই ৷ এই পরিস্থিতিতে বামেদের উপর আরও বেশি করে আঘাত আসবে ৷ তবে এখান থেকেই আমাদের আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে ৷"
BJP ও RSS বিরোধী আন্দোলনে রাজ্যের অবস্থান কোন দিকে সেই নিয়েও সংশয় প্রকাশ করেন JNUSU সভানেত্রী ৷ রাজ্য বাজেটে শিক্ষাক্ষেত্রে যথাযথ আর্থিক বরাদ্দ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি ৷