পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দেশকে কীভাবে ভালোবাসা দিয়ে জুড়ে রাখব, সেই চেষ্টা করছি : ঐশী - JNUSU President

দেশের সরকারি সংস্থাগুলিকে বেচে দেওয়া হচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে আজকে সরকারের হাতে কোনও টাকা নেই ৷ ETV ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই বললেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ৷

Aishe Ghosh
ঐশী ঘোষ

By

Published : Feb 14, 2020, 9:49 PM IST

Updated : Feb 14, 2020, 11:29 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি : সমসাময়িক রাজনৈতিক ইশুতে বক্তব্য রাখার জন্য গতকালই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ঐশী ঘোষকে আহ্বান জানিয়েছিল বাম ছাত্র সংগঠন SFI-এর কলকাতা শাখা ৷ কিন্তু ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি ঐশীকে ৷ CAA ও NRC-র প্রতিবাদে আজ ফের শিবপুর IIEST থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করেন তিনি ৷

আজ দেশের তলানিতে পৌঁছানো অর্থনীতির কথা উল্লেখ করেন ঐশী ৷ এভাবে চলতে থাকলে আগামী দিনে দেশের অর্থনীতির আরও অবনমন হবে বলে মনে করছেন তিনি ৷ JNUSU সভানেত্রী বলছেন, "যেভাবে দেশের সরকারি সংস্থাগুলিকে বেচে দেওয়া হচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে আজকে সরকারের হাতে কোনও টাকা নেই ৷ এই পরিস্থিতিতে বামেদের উপর আরও বেশি করে আঘাত আসবে ৷ তবে এখান থেকেই আমাদের আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে ৷"

BJP ও RSS বিরোধী আন্দোলনে রাজ্যের অবস্থান কোন দিকে সেই নিয়েও সংশয় প্রকাশ করেন JNUSU সভানেত্রী ৷ রাজ্য বাজেটে শিক্ষাক্ষেত্রে যথাযথ আর্থিক বরাদ্দ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি ৷

ETV ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ঐশী

আজকের দিনে জাতীয় রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক বামেরা? দেশে বামেদের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছে ঐশী?

ঐশী বলেন, "শুধু দেশের প্রেক্ষিতেই নয়, সারা বিশ্বের প্রেক্ষিতেও যেখানে যেখানে দক্ষিণপন্থীরা তাদের শক্তি বাড়িয়েছে সেখানে সেখানে পিছিয়ে পড়েছে বামেরা ৷" এর কারণ হিসেবে বাম ছাত্র নেত্রী বলছেন, যখন দেশের অর্থনীতির কিছুটা অবনমন হচ্ছে বলে মনে করছে, তখন সব দেশেই দক্ষিণপন্থী শক্তি বেড়েছে ৷ দেশেও সেই একই অবস্থা, মনে করছেন ঐশী ৷

ভ্যালেন্টাইন'স ডে নিয়ে প্রশ্ন করা হলে বাম ছাত্র নেত্রীর জবাব, "দেশ যখন এত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, যখন দেশকে ভেঙে ফেলা হচ্ছে, সেই সময় আমরা দেশকে কীভাবে ভালোবাসা দিয়ে জুড়ে রাখব, সেই চেষ্টাতেই আছি ৷"

Last Updated : Feb 14, 2020, 11:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details