পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 5, 2019, 3:11 PM IST

ETV Bharat / city

চাকরির প্রতিশ্রুতি দিয়ে কয়েক লাখ টাকার প্রতারণা, ধৃত 12

প্রশিক্ষণের মাধ্যমে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কয়েক লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে স্মার্ট ভ্যালু নামে একটি সংস্থার বিরুদ্ধে ৷

নরেন্দ্রপুর থানায় প্রতারিতরা

কলকাতা, 5 সেপ্টেম্বর: চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে 12 জনকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ অভিযোগ, অফিস খুলে চলছিল প্রতারণা ৷

প্রশিক্ষণের মাধ্যমে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কয়েক লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে স্মার্ট ভ্যালু নামে একটি সংস্থার বিরুদ্ধে ৷ চাকরিপ্রার্থীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রশিক্ষণের পর স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন অফিসে কম্পিউটারের কাজ দেওয়া হবে ৷ সে কারণে প্রশিক্ষণের জন্য কারও কাছ থেকে 12 হাজার, কারও কাছ থেকে 15 হাজার আবার কারও কাছ থেকে 17 হাজার টাকা করে নেয় সংস্থার কর্মীরা ৷ গড়িয়া ছাড়াও ঢাকুরিয়া, সোনারপুর ও বারুইপুরে এই সংস্থার শাখা অফিস রয়েছে ৷ সংস্থার প্রতিশ্রুতি মত প্রশিক্ষণ নিয়েও চাকরি না পাওয়ায় গতকাল গড়িয়ার অফিসে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা৷ পরে তাঁরা প্রতারণার শিকার বুঝতে পেরে রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

প্রতারিত জয়ন্তী দাস বলেন, "প্রত্যেকের কাছ থেকেই টাকা নিয়েছে ৷ কোনও কাজ হচ্ছে না৷ অথচ তিন মাস প্রশিক্ষণের কথা বললেও কোনও কাজ হয়নি ৷ আমার দাবি, প্রত্যেকের টাকা যেন দেওয়া হয় ৷"পুলিশ ওই সংস্থার 12 জন কর্মীকে গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে ৷ ধৃতদের জেরা করে সংস্থার কর্ণধার সম্পর্কে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details