পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Potholes in Kolkata roads পুজোর মুখেও খানাখন্দে ভরা কলকাতার রাজপথ, দ্রুত সারানোর আশ্বাস পৌরনিগমের

পুজোর আগে কলকাতার বেশ কিছু রাস্তার বেহাল অবস্থা (full of potholes in Kolkata roads before Puja) ৷ দ্রুত সেইসব রাস্তা সারানো হবে বলে আশ্বাস দিয়েছেন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee) ৷

Potholes in Kolkata roads
Potholes in Kolkata roads

By

Published : Aug 24, 2022, 9:22 PM IST

কলকাতা, 24 অগস্ট:পুজোর বাকি আর মাস খানেক । তবু মহানগরের উত্তর থেকে দক্ষিণ রাজপথে ধরা পড়ল খানাখন্দে ভর্তির ছবি (potholes in Kolkata roads)। কলকাতা পুলিশ সম্প্রতি 100টি বেশি খারাপ রাস্তার তালিকা কলকাতা পৌরনিগমের হাতে তুলে দিয়েছে । মহালয়ার আগেই রাস্তা হবে মসৃণ, থাকবে না খানাখন্দ বলে আশ্বাস দিয়েছেন কলকাতা পৌরনিগমের রাস্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায় (KMC assurances to fix roads quickly) ।

করোনাকালে প্রায় দু'বছর সাদামাঠাভাবে শারদোৎসব পালন হয়েছে রাজ্যে । তবে এবার উৎসব শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকেই । নেতাজি ইন্ডোরে পুজো আয়কজকদের নিয়ে বৈঠকে এই ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ।

মহানগরের উত্তর থেকে দক্ষিণ রাজপথে ধরা পড়ল খানাখন্দে ভর্তির ছবি

এবার দুর্গাপুজোর আলাদাই মেজাজ । প্রথমত গত দুবছর আরম্ভরপূর্ণ পুজো করতে পারেনি কোনও পুজো কমিটি । এক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন রাজ্যবাসী । দ্বিতীয়ত রাজ্যের মুকুটে ইতিমধ্যে এই দুর্গা পূজার জন্য জুটেছে বিশ্বমানের সম্মান। তাই এবার যে পুজো জমজমাট হবে তা বলার অপেক্ষা রাখে না । আগের মতোই লক্ষ লক্ষ মানুষ জেলা থেকে কলকাতামুখী হবেন মণ্ডপ দর্শনের উদ্দেশ্য নিয়ে বলেই আশা করা হচ্ছে ।

তবে এখনও উত্তরে হোক বা দক্ষিণে বেহাল রাস্তার হাল ফেরাতে পারেনি কলকাতা পৌরনিগম । তাও একটা দুটো নয় । কলকাতা পুলিশের দেওয়া তালিকায় 100 পার করে ফেলেছে সেই বেহাল রাস্তার পরিমাণ । এছাড়াও অলিগলিতে বা ছোট রাস্তাগুলি খারাপ অবস্থাতে আছে । তপসিয়া রোড দেখলে মনে হবে প্রত্যন্ত গ্রামের রাস্তা । বড় বড় গর্তে বৃষ্টির জল জমে রয়েছে । খিদিরপুর একাধিক রাস্তা খানাখন্দ ভরা । সেন্ট্রাল এভিনিউ একাংশ, ডায়মন্ডহারবার রোডের বেশ কিছু জায়গা, ইএম বাইপাসে অভিষীকতার কাছে রাস্তার অবস্থা খারাপ । তবে বেশ কিছু রাস্তা ইতিমধ্যে মেরামতির কাজ শুরু করেছে পৌরনিগম । হাজরা, মিলন মেলার কাছে রাস্তা থেকে লেক কালীবাড়ির রাস্তা ঠিক করে ফেলা হয়েছে । এখন দেখার পুজোর আগে আদৌও কলকাতার সব রাস্তা মেরামত হয় কি না ।

পুজোর আগে কলকাতার বেশ কিছু রাস্তার বেহাল অবস্থা

আরও পড়ুন:বেসরকারি ধাঁচে পৌরপ্রাথমিক বিদ্যালয়গুলিতে অভিভাবক শিক্ষক বৈঠক

কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ(রাস্তা) অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "দিন রাত যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে । প্রতিদিন রাতে আধিকারিকদের নেতৃত্বে বিভিন্ন রাস্তা পরিদর্শন করেছেন পৌরনিগম । কোথায় কিছু থাকলে মেরামত করা হচ্ছে দ্রুত। পুজোর আগেই স্বাভাবিক ছন্দে ফিরবে কলকাতার রাস্তা। খানাখন্দ মেরামত শেষ হয়ে যাবে ।"

ABOUT THE AUTHOR

...view details