কলকাতা, 10 এপ্রিল : অবাক হচ্ছেন ! না অবাক হওয়ার মতো কিছু নয় । লকডাউনের জেরে ওষুধ পেতে অনেকেই হয়রান হতে হচ্ছে । তাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একদম বিনামূল্যে ওষুধ বিতরণ করে চলেছে সন্তোষ মিত্র স্কয়্যার পুজো কমিটি এবং মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি । মেডিকেল ক্যাম্প করে কয়েকদিন ধরেই সর্বসাধারণের প্রয়োজন মতো পর্যাপ্ত পরিমাণে ওষুধ সরবরাহ করে চলেছে তারা ।
লকডাউনে ওষুধ না পেয়ে সমস্যায় পড়েছেন অনেকে । হন্যে হয়ে খুঁজে অনেক সময় মিলছে না ওষুধ । এই কঠিন সময়ে যৌথভাবে এক মানবিক উদ্যোগ নিল উত্তর কলকাতার অন্যতম বড় পুজো কমিটি সন্তোষ মিত্র স্কয়্যার এবং মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি । শিয়ালদা চত্বরে লেবুতলা পার্কের কাছে একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প তৈরি করেছে তারা । এই ক্যাম্পে থাকছেন একজন ফার্মাসিস্ট ও এলাকার কয়েকজন মেডিকেল রিপ্রেজ়েন্টেটিভ । বিভিন্ন রোগের প্রচুর ওষুধ রাখা থাকছে ক্যাম্পটিতে । তবে ঘুমের ওষুধ বা জীবনহানি হতে পারে এমন কোনও ওষুধ তাঁরা দিচ্ছেন না বলেই জানালেন উদ্যোক্তারা । প্রেসক্রিপশন দেখা দেওয়া হচ্ছে ওষুধ । তবে কিছু কিছু ক্ষেত্রে প্রেসক্রিপশন ছাড়াও রোগীর পরিস্থিতি বিবেচনা করে ওষুধ দেওয়া হচ্ছে ।