পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লকডাউনের শহরে বিনামূল্যে মিলছে ওষুধ, কোথায় জানেন ? - ওষুধ

মেডিকেল ক্যাম্প করে বিনামূল্য ওষুধ দিচ্ছে সন্তোষ মিত্র স্কয়্যার পুজো কমিটি এবং মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি ।

kolkata
লকডাউন

By

Published : Apr 10, 2020, 9:26 PM IST

Updated : Apr 11, 2020, 11:35 AM IST

কলকাতা, 10 এপ্রিল : অবাক হচ্ছেন ! না অবাক হওয়ার মতো কিছু নয় । লকডাউনের জেরে ওষুধ পেতে অনেকেই হয়রান হতে হচ্ছে । তাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একদম বিনামূল্যে ওষুধ বিতরণ করে চলেছে সন্তোষ মিত্র স্কয়্যার পুজো কমিটি এবং মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি । মেডিকেল ক্যাম্প করে কয়েকদিন ধরেই সর্বসাধারণের প্রয়োজন মতো পর্যাপ্ত পরিমাণে ওষুধ সরবরাহ করে চলেছে তারা ।

লকডাউনে ওষুধ না পেয়ে সমস্যায় পড়েছেন অনেকে । হন্যে হয়ে খুঁজে অনেক সময় মিলছে না ওষুধ । এই কঠিন সময়ে যৌথভাবে এক মানবিক উদ্যোগ নিল উত্তর কলকাতার অন্যতম বড় পুজো কমিটি সন্তোষ মিত্র স্কয়্যার এবং মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি । শিয়ালদা চত্বরে লেবুতলা পার্কের কাছে একটি অস্থায়ী মেডিক‍্যাল ক্যাম্প তৈরি করেছে তারা । এই ক্যাম্পে থাকছেন একজন ফার্মাসিস্ট ও এলাকার কয়েকজন মেডিকেল রিপ্রেজ়েন্টেটিভ । বিভিন্ন রোগের প্রচুর ওষুধ রাখা থাকছে ক্যাম্পটিতে । তবে ঘুমের ওষুধ বা জীবনহানি হতে পারে এমন কোনও ওষুধ তাঁরা দিচ্ছেন না বলেই জানালেন উদ্যোক্তারা । প্রেসক্রিপশন দেখা দেওয়া হচ্ছে ওষুধ । তবে কিছু কিছু ক্ষেত্রে প্রেসক্রিপশন ছাড়াও রোগীর পরিস্থিতি বিবেচনা করে ওষুধ দেওয়া হচ্ছে ।

ওষুধ নিতে আসা শিয়ালদা এলাকার এক বাসিন্দা, দিপালী দাস বলেন, "লকডাউনের সময় হাত বাড়ালেই বিনামূল্যে ওষুধ পাচ্ছি এটা আমাদের কাছে খুব সুবিধার বিষয় ।" একই বক্তব্য, প্রদীপ দাস নামে আরও একজনেরও । এই উদ্যোগে খুশি শিয়ালদা চত্বরের বাসিন্দারা ।

সন্তোষ মিত্র স্কয়্যার পুজো কমিটির অন্যতম কর্মকর্তা তথা মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির সম্পাদক সজল ঘোষ জানান, "লকডাউনে ওষুধ পেতে সমস্যা হতে পারে, এটা মাথায় রেখে মেডিকেল ক্যাম্পের সিদ্ধান্ত । সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য এই উদ্যোগ নেওয়া। কোনও পয়সা ছাড়াই প্রয়োজনীয় ওষুধ প্রতিদিন পাচ্ছেন সকলে ।"

Last Updated : Apr 11, 2020, 11:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details