পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কাজ দেওয়ার নাম করে 4 লাখ টাকার প্রতারণা, গ্রেফতার 4 - সাইবার ক্রাইম শাখা

পুলিশের তরফে জানানো হয়েছে, 2020 সালে মুচিপাড়া থানায় একটি লিখিত অভিযোগের তদন্তে নামে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা ৷ তদন্ত নেমে আজ কলকাতা থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করল সাইবার শাখার আধিকারিকেরা ৷ অভিযোগ নামী সিমেন্ট কোম্পানিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একজনের কাছ থেকে 3 লক্ষ 84 হাজার টাকা নেয় অভিযুক্তরা ৷

four people Arrested on charges of cheating for giving job in kolkata
কাজ দেওয়ার নাম করে 4 লাখ টাকার প্রতারণা, গ্রেফতার 4

By

Published : Mar 24, 2021, 9:36 PM IST

কলকাতা, 24 মার্চ : এক নামী সিমেন্ট কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ । ঘটনায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা মোট চারজনকে গ্রেফতার করেছে । ধৃতদের নাম রাহুল কুমার, সত্যম কুমার, গৌতম কুমার এবং সুমন কুমার। এই ঘটনায় মোট 3 লক্ষ 84 হাজার টাকার প্রতারণা করা হয়েছে ৷

আরও পড়ুন : প্রতারকের অ্য়াকাউন্ট বন্ধ করে টাকা উদ্ধার

পুলিশের তরফে জানানো হয়েছে, 2020 সালে মুচিপাড়া থানায় একটি লিখিত অভিযোগের তদন্তে নামে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা ৷ তদন্ত নেমে আজ কলকাতা থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করল সাইবার শাখার আধিকারিকেরা ৷ অভিযোগ নামী সিমেন্ট কোম্পানিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একজনের কাছ থেকে 3 লক্ষ 84 হাজার টাকা নেয় অভিযুক্তরা ৷ টাকা হাতে পেতেই চম্পট দিয়েছিল তারা ৷ এর পর মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করে প্রতারিত ব্যক্তি ৷ চার প্রতারকের নাম রাহুল কুমার, সত্যম কুমার, গৌতম কুমার এবং সুমন কুমার। এদের কাছ থেকে ঘটনায় ব্যবহার করা ল্যাপটপ, মোবাইল ও বেশ কয়েকটি পেনড্রাইভ এবং একাধিক নামী কোম্পানির নকল লোগো মিলেছে ৷ ওই লোগো কাজে লাগিয়েই অভিযুক্তরা মানুষের সঙ্গে প্রতারণা করত ৷

ABOUT THE AUTHOR

...view details