কলকাতা, 14 অক্টোবর : নবমীর রাতে দুর্ঘটনা মা উড়ালপুলে ৷ বাইক নিয়ে ঠাকুর দেখতে যাচ্ছিলেন একদল যুবক। পুলিশের অভিযোগ, বাইকের বেপরোয়া গতির কারণেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে যায় ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন বাইক আরোহী। একজনের হাত ভেঙে গিয়েছে। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷
Maa Flyover Accident : নবমীর রাতে মা উড়ালপুলে দুর্ঘটনায় জখম চার - মা উড়ালপুলে দুর্ঘটনা
এদিন রাত ন'টা নাগাদ চিংড়িঘাটার দিক থেকে মা উড়ালপুলে ওঠার সময়ে একটি চারচাকা গাড়ির পিছনে দু’টি বাইক পরপর ধাক্কা মারে। ধাক্কায় বাইকে থাকা চার যুবক হুড়মুড়িয়ে গিয়ে পড়েন রাস্তার ধারে। এক বাইক চালক গুরুতর আহত হন। আহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি ৷
লালবাজার সূত্রের খবর, এদিন রাত ন'টা নাগাদ চিংড়িঘাটার দিক থেকে মা উড়ালপুলে ওঠার সময়ে একটি চারচাকা গাড়ির পিছনে দু’টি বাইক পরপর ধাক্কা মারে। ধাক্কায় বাইকে থাকা চার যুবক হুড়মুড়িয়ে গিয়ে পড়েন রাস্তার ধারে। এক বাইক চালক গুরুতর আহত হন। আহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি ৷ প্রত্যক্ষদশীরা জানান, বেশ খানিকক্ষণ রাস্তায় পড়েছিলেন এক যুবক ৷ পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একজনের হাতের চোট গুরুতর। অন্য একজনের হাত ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে ৷ চারজনকেই এসএসকেএম-এ ভর্তি করা হয়েছে ৷
আরও পড়ুন : দুর্ঘটনা এড়াতে বসছে ফেন্সিং, দুই সপ্তাহের জন্য রাতে বন্ধ থাকবে মা উড়ালপুল