পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SSC Recruitment Scam Case : নিজাম প্যালেসে হাজিরা এসএসসির প্রাক্তন উপদেষ্টা-সহ চারজনের - CBI

স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) প্রাক্তন উপদেষ্টা-সহ চার আধিকারিক শুক্রবার সিবিআইয়ের জেরার সম্মুখীন হলেন আবার ৷ আজ তাঁরা সিবিআইয়ের দুর্নীতি দমন শাখায় হাজিরা দেন (Former Advisor and 3 official of SSC appear to CBI) ৷

former-advisor-and-3-official-of-ssc-appear-to-cbi
SSC Recruitment Scam Case : নিজাম প্যালেসে হাজিরা দিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা-সহ চারজন

By

Published : Apr 8, 2022, 4:48 PM IST

কলকাতা, 8 এপ্রিল : এসএসসি কাণ্ডে (SSC Recruitment Scam Case) ফের হাজিরা নিজাম প্যালেসে । এবার হাজিরা দিলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ চার আধিকারিক (Former Advisor and 3 official of SSC appear to CBI) ।

আজ তাঁরা হাজিরা দেন সিবিআইয়ের দুর্নীতি দমন শাখায় (CBI Anti Corruption Branch) । এর আগে দু'দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে । তাঁর বয়ান নথিভুক্ত করেছে সিবিআই । নথিভুক্ত করা ওই বয়ানের ভিত্তিতে এর আগে এসএসসির চার আধিকারিককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই (CBI) ।

তদন্তকারীদের সূত্রে খবর, তাঁদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করেছেন তদন্তকারীরা । তাছাড়াও এসকে সিনহার বয়ানের উপর নির্ভর করে এসএসসির (School Service Commission) চার আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হলেও বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করা যায় । ফলে এসএসসি দুর্নীতি কাণ্ডে কিভাবে গোটা ঘটনা প্রক্রিয়া হয়েছিল এবং কোন কোন প্রভাবশালীর মধ্যে এই কাজ হয়েছিল, তা জানার জন্যই ফের আজ নিজাম প্যালেসে তলব করা হয় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ চার আধিকারিককে ।

সিবিআই সূত্রে খবর, এসপি সিনহাকে এদিন আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ পাশাপাশি দুর্নীতি দমন শাখা অন্যান্য আধিকারিকরা এসএসসির চার অধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন । নিজাম প্যালেস সূত্রের খবর, এখনও চলছে সেই জিজ্ঞাসাবাদ পর্ব ।

আরও পড়ুন :SSC Group D Recruitment Case : গ্রুপ ডি মামলায় এসএসসি'র আধিকারিকের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

ABOUT THE AUTHOR

...view details