পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আর নেই স্নিগ্ধতা, মল্লিকঘাট বাজারজুড়ে পচা ফুলের গন্ধ - ফুলের বাজার

ফুলের জোগানের প্রধান কেন্দ্র হচ্ছে হাওড়া মল্লিক ঘাটের ফুলের আরত। লাগাতার লকডাউন চলছে রাজ্যজুড়ে। ফলে ফুলের আমদানি নেই বললেই চলে। যে স্বল্প পরিমাণে ফুল এসে পৌঁছাচ্ছে মল্লিক ঘাটে সেই ফুলও স্থানীয় বাজারে পৌঁছাচ্ছে না। ফলে নষ্ট হয়ে যাচ্ছে ফুল।

mallick bazar
ফুলের বাজার

By

Published : Apr 7, 2020, 5:50 PM IST

কলকাতা, 7 এপ্রিল : টানা লকডাউনের ফলে মার খাচ্ছে ফুলের বাজার। হাওড়ার মল্লিক ঘাট বাজারে ফুলের আড়ত। লকডাউনের ফলে বিক্রি-বাট্টা প্রায় বন্ধের মুখে। ফলে আর্থিক মন্দার মুখে পড়েছেন ফুল ব্যবসায়ীরা। রোজকার পুজো অর্চনার জন্য ফুলের ব্যবহার অপরিহার্য। ফুলের জোগানের প্রধান কেন্দ্র হচ্ছে হাওড়া মল্লিক ঘাটের ফুলের আড়ত। লাগাতার লকডাউন চলছে রাজ্যজুড়ে। ফলে ফুলের আমদানি নেই বললেই চলে। যে স্বল্প পরিমাণে ফুল এসে পৌঁছাচ্ছে মল্লিক ঘাটে সেই ফুলও স্থানীয় বাজারে পৌঁছাচ্ছে না। ফলে নষ্ট হয়ে যাচ্ছে ফুল।

ফুলের পাইকারি ব্যবসায়ী থেকে খুচরো ফুল ব্যবসায়ীরা এই নিয়ে যথেষ্ট সমস্যায় পড়েছেন। বিয়ের মরসুমে ফুলের জোগান দিতে অনেকেই আগে থেকে ফুল জমা করে রেখেছিলেন। অর্ডার পেয়েছিল অনেক ব্যবসায়ী। মৌসুমি ফুলের সঙ্গে অর্কিড ও বিদেশি টাটকা ফুল সংগ্রহ করে রেখেছিলেন ব্যবসায়ীরা।

লকডাউনের ফলে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, শীতলা পুজো বন্ধ হয়ে গিয়েছে। স্থগিত হয়েছে বহু বিয়ের অনুষ্ঠান। ফলে ক্রেতা নেই। ক্রেতারা অর্ডার বাতিল করে দিয়েছেন। ফলে পচে নষ্ট হচ্ছে ফুল।

গরমে ফুল রাখা সম্ভব নয়। ফলে ব্যবসায় চরম ক্ষতির মুখে পড়েছেন ফুল ব্যবসায়ী আড়তদাররা। জনশূন্য ফুলের বাজার। ফুলের গন্ধ নয়, বরং মল্লিক ঘাট জুড়ে পচা ফুলের গন্ধ এবং ছড়িয়ে রয়েছে হতাশা।


ABOUT THE AUTHOR

...view details