কলকাতা, 30 অগস্ট : বাম আমলে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) বহু সম্পত্তি বেসরকারি প্রতিষ্ঠানকে লিজ (Land Lease) দেওয়া হয়েছে মাত্র 1 টাকার বিনিময়ে । আর তাদের অনেকেই সেই সম্পত্তি বাণিজ্যিক ভাবে ব্যবহার করে কোটি কোটি টাকা রোজগার করছে । সেই আয় থেকে বঞ্চিত হচ্ছে পৌরনিগম । আবার চুক্তি ভঙ্গ করে বেরিয়ে আসার পথও খোলা রাখেনি তারা । তাই সমস্ত সম্পত্তি চুক্তি রিভিউ করা হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ।
এদিন কলকাতা পৌরনিগমের 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে মাসিক অধিবেশনে পৌর নিগমের সম্পত্তি সংক্রান্ত একাধিক প্রশ্ন তোলেন । তাতে তিনি জানতে চান, কতগুলো এমন সম্পত্তি আছে ? সেগুলো থেকে বার্ষিক কত আয় হয় ? আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বাম আমলের দিকে আঙুল তোলেন বর্তমান মেয়র ।
বাম আমলে 1 টাকায় জমি লিজের জন্য বিপুল রাজস্ব ক্ষতি পৌরনিগমের, অভিযোগ ফিরহাদের ফিরহাদ হাকিম বলেন, ‘‘এই ধরনের 733টি সম্পত্তি পৌরনিগমের আছে । যেগুলো কোনটা লিজে, কোনটা লাইসেন্স বা চুক্তির মাধ্যমে দেওয়া বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠানকে । তবে বেশির ভাগটাই বাম আমলে এক টাকার বিনিময়ে দেওয়া হয়েছিল ।’’
তিনি আরও বলেন, ‘‘বাইপাসের ধারে অনেককে জমি দিয়েছে । এদের অনেকেই কোটি কোটি টাকা রোজগার করলেও পৌরনিগমের কোষাগারে আশানুরূপ টাকা আসছে না ।’’ তাঁর অভিযোগ, ‘‘বাম আমলে এমন করে চুক্তি হয়েছে যে চুক্তি ভঙ্গের জায়গা নেই । তাহলেই হাইকোর্টে ছুটবে । আবার বহু চুক্তির কাগজ পাওয়া যাচ্ছে না । আমরা চেয়ে পাঠাব । ক্লাব যেখানে আছে, তারা থাকবে । তাদের সঙ্গে সামান্য টাকা বাড়িয়ে চুক্তি করা হবে । রিভিউ করে দেখব সব চুক্তি । আগে এক কোটি পাওয়া যেত । আমি চেষ্টা করে ছয় কোটি তুলতে পেরেছি । আরও চেষ্টা করলে 60 কোটিও হতে পারে হয়তো ।’’
এবিষয় পৌরনিগমের পিএসি (KMC PAC) চেয়ারপার্সন মধুছন্দা দেব বলেন, ‘‘বাম আমলের দিকে আঙুল তুললে 11 বছর ধরে বর্তমান শাসক কী করছিল ? তাদের দিকেও আঙুল উঠবে । বাম আমলে যদি অন্যায় কিছু করা হয়ে থাকে, তাহলে তারা ক্ষমতায় এসে সেগুলো নজর দেয়নি কেন ?’’
উল্লেখ্য, পৌর সম্পত্তি থেকে 2017-18 সালে 1 কোটি 60 লক্ষ টাকা, 2018-19 সালে 1 কোটি 93 লক্ষ টাকা, 2019-20 সালে 1 কোটি 9 লক্ষ টাকা, 2020-21 সালে 1 কোটি 24 লক্ষ টাকা ও 2021-22 সালে 6 কোটি 47 লক্ষ টাকা আয় হয়েছে পৌরনিগমের ।
আরও পড়ুন :আদায় হয়নি 2 কোটির কর, জমি সিল করল পৌরনিগম