কলকাতা, 26 জানুয়ারি: শুভেন্দু অধিকারীর দ্বিচারিতা মেনে নেবে না বাংলার মানুষ। কলকাতা পুরনিগমে সাধারণতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানে এভাবেই দলত্যাগী নেতাকে একহাত নিলেন পুরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। নারদকাণ্ডে শুভেন্দু যে জড়িত, তা মনে করিয়ে দিয়ে ফিরহাদ তুলে আনেন অভিনেত্রী দেবলীনা দত্তকে ঘিরে চলা বিতর্কও। বিজেপি বাংলার মানুষের সংস্কৃতিকে অপমান করেছে বলেও তোপ দাগেন ফিরহাদ।
মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী দেবলীনাকে হুমকির ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, ''বিজেপি এখনও বাংলার মানুষকে বুঝতে পারেনি। বিজেপি বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে অপমান করছে। কুৎসা অপমানের রাজনীতি করছে। ওরা গণতন্ত্রকে বিশ্বাস করে না, তাই মানুষের ওপর ওদের কোনও আস্থা নেই।'' ফিরহাদের কথায়, ''কেউ যদি বিজেপির বিরোধিতা করেন, তাঁকে ধর্ষণ করে দেওয়ার হুমকি দিচ্ছে এরা। বাম জমানায় আমরা বহু আন্দোলন ও সংগ্রাম করেছি রাজ্য সরকারের বিরুদ্ধে। এই আন্দোলন করতে গিয়ে অনেক তৃণমূল সমর্থকের মৃত্যু পর্যন্ত হয়েছে। কিন্তু এর আগে এই পর্যায়ে রাজনীতি কখনও যায়নি।'' তৃণমূলের শীর্ষ নেতার মতে, বিজেপি যে জায়গায় রাজনীতিেকে নিয়ে যাচ্ছে, তাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গুজরাত, উত্তরপ্রদেশের রাজনীতি বিজেপি বাংলায় করছে।
দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে ফিরহাদ বলেন, ''আজকের দিনে এই আন্দোলন যথাযথ। তার কারণ কৃষকদের ভাগ্য অন্যত্র বিক্রি করে দিচ্ছে প্রধানমন্ত্রী। তাই কৃষকরা বাধ্য হয়েছে রাস্তায় নেমে আন্দোলন করতে, প্রতিবাদ জানাতে।''