পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Fire : কলুটোলায় আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ারে চিন্তিত দমকল

কলুটোলা স্ট্রিটের অগ্নিকাণ্ডে এখনও কিছু পকেট ফায়ার লক্ষ্য করা যাচ্ছে ৷ মঙ্গলবার সকালেও সেখানে দমকলের 9টি ইঞ্জিন কাজ করছে ৷ তবে আর ভয়ের তেমন কিছু নেই বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা ৷

কলুটোলা স্ট্রিটে আগুন
কলুটোলা স্ট্রিটে আগুন

By

Published : Oct 5, 2021, 10:47 AM IST

Updated : Oct 5, 2021, 12:34 PM IST

কলকাতা, 5 অক্টোবর : ঘণ্টা দশেক পেরিয়ে যাওয়ার পরও কলুটোলা স্ট্রিটের জতুগৃহে পকেট ফায়ার লক্ষ্য করা গিয়েছে ৷ তবে সেভাবে আর ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা ৷ নতুন করে আর আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন তাঁরা । ঘটনার দিন মোট 25টি ইঞ্জিন কাজ করলেও, মঙ্গলবার সকালে শুধু পকেট ফায়ার নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের ন'টি ইঞ্জিন কাজ করে চলেছে ।

এক দমকল আধিকারিকের কথায়, এই বহুতলের মধ্যে একটি কাঠের গোডাউন ছিল । পাশাপাশি ছিল প্লাস্টিকের খেলনার গোডাউনও । ফলে একাধিক দাহ্য বস্তু মজুত থাকার ফলে আগুন ভয়াবহ আকার ধারণ করে ৷ তাই এখনও কিছু পকেট ফায়ার মাঝে মাঝে জ্বলে উঠছে । দমকল বাহিনীর নজরে এই পকেট ফারায় এলেই নিভিয়ে দিচ্ছেন তাঁরা ৷ এখন তা নিয়ন্ত্রণে বলা চলে ৷ দমকল সূত্রে খবর, পকেট ফায়ার সেভাবে আর নেই বললেই চলে । বাড়ির একাংশ ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে । ফলে পুরসভায় খবর দেওয়া হয়েছে । প্রয়োজন পড়লে পুরসভার আধিকারিকরা বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙেও দিতে পারেন ।

গতকাল সকালে আগুন লাগে । আগুনের ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায় । বাসিন্দাদের অভিযোগ ছিল, খবর দেওয়া সত্ত্বেও ঘটনাস্থলে দেরিতে আসে দমকল ৷ তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে দমকলকর্মীদের দাবি, এলাকাটি ঘিঞ্জি ৷ তাই তাঁদের কাজ করতে অসুবিধা হয়েছে ৷

আরও পড়ুন : Kolkata Fire : 25টি ইঞ্জিন নিয়ে সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কলুটোলার আগুন

Last Updated : Oct 5, 2021, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details