কলকাতা, 5 অক্টোবর : ঘণ্টা দশেক পেরিয়ে যাওয়ার পরও কলুটোলা স্ট্রিটের জতুগৃহে পকেট ফায়ার লক্ষ্য করা গিয়েছে ৷ তবে সেভাবে আর ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা ৷ নতুন করে আর আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন তাঁরা । ঘটনার দিন মোট 25টি ইঞ্জিন কাজ করলেও, মঙ্গলবার সকালে শুধু পকেট ফায়ার নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের ন'টি ইঞ্জিন কাজ করে চলেছে ।
এক দমকল আধিকারিকের কথায়, এই বহুতলের মধ্যে একটি কাঠের গোডাউন ছিল । পাশাপাশি ছিল প্লাস্টিকের খেলনার গোডাউনও । ফলে একাধিক দাহ্য বস্তু মজুত থাকার ফলে আগুন ভয়াবহ আকার ধারণ করে ৷ তাই এখনও কিছু পকেট ফায়ার মাঝে মাঝে জ্বলে উঠছে । দমকল বাহিনীর নজরে এই পকেট ফারায় এলেই নিভিয়ে দিচ্ছেন তাঁরা ৷ এখন তা নিয়ন্ত্রণে বলা চলে ৷ দমকল সূত্রে খবর, পকেট ফায়ার সেভাবে আর নেই বললেই চলে । বাড়ির একাংশ ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে । ফলে পুরসভায় খবর দেওয়া হয়েছে । প্রয়োজন পড়লে পুরসভার আধিকারিকরা বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙেও দিতে পারেন ।