কলকাতা, 11 মার্চ: আবেদন, অবস্থান, ঘেরাও, রাস্তা অবরোধ কোন কিছুতেই গলেননি তিনি। বারবার বলেছেন, অবস্থান থেকে উঠলেই আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসবেন। সেই কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসে আগামীকাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেল ও গার্লস হস্টেলের আবাসিক পড়ুয়াদের বৈঠকের জন্য ডাকলেন উপাচার্য অনুরাধা লোহিয়া। তবে, তার জন্য তিনি প্রেসিডেন্সির কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন না। বৈঠকের জন্য আগামীকাল সকাল 11টায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে পড়ুয়াদের ডেকেছেন তিনি।
হিন্দু হস্টেল সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে গত 21 জানুয়ারি থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন হিন্দু হস্টেলের আবাসিকরা। হিন্দু হস্টেলের 3, 4 ও 5 নম্বর ওয়ার্ডের সংস্কারের কাজ শেষ করে দ্রুত ফিরিয়ে দিতে হবে৷ হস্টেলের কর্মচারীদের সংখ্যা বাড়াতে হবে। এই ধরনের মোট চারদফা দাবি নিয়ে আন্দোলন শুরু হলেও কিছুদিন পর ঘুরে যায় আন্দোলনের মোড়। হঠাৎই হিন্দু হস্টেলের 8 জন মেস স্টাফকে কাজে আসতে না করে দেওয়া হয় তাঁদের পরিচালনাধীন সংস্থার তরফ থেকে। তারপরেই হিন্দু হস্টেলের আবাসিকদের প্রধান দাবি হয়ে ওঠে, ওই 8 জন মেস স্টাফকে কাজে পুনর্বহাল করতে হবে। দেড় মাসের বেশি সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে। এখনও সেই একই দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন হিন্দু হস্টেল, গার্লস হস্টেলের আবাসিক ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সঙ্গে গার্লস হস্টেলের কিছু সমস্যা নিয়েও দাবি রয়েছে তাঁদের।
প্রেসিডেন্সির আন্দোলনকারী পড়ুয়াদের ডাকলেন উপাচার্য নিজেদের দাবি নিয়ে ডিন অফ স্টুডেন্টস ও উপাচার্যকে ঘেরাও পর্যন্ত করেছিলেন আন্দোলনকারী পড়ুয়ারা। কিন্তু, তাতেও মেটেনি দাবি। উলটে উপাচার্য ঘেরাও থাকাকালীন অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্সে করে বেরিয়ে যাওয়ার পর থেকে আর ফিরে আসেননি কলেজ স্ট্রিটের ক্যাম্পাসে। তারপর থেকে তিনি রাজারহাট নিউ টাউনের ক্যাম্পাস থেকেই দায়িত্ব সামলাচ্ছেন। এমনকি উপাচার্যকে তাঁদের সঙ্গে এসে কথা বলতে হবে এই দাবিতে গত 5 মার্চ সন্ধে থেকে প্রায় 23 ঘণ্টা কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে রাখেন তাঁরা। কিন্তু, উপাচার্য স্পষ্ট জানিয়ে দেন তিনি যাবেন না। অবশেষে পরেরদিন বিকেল পাঁচটা নাগাদ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে অবরোধ তুলে নেন তাঁরা।
ঘেরাও, আন্দোলন, অবস্থান, বিক্ষোভ, অবরোধ কোনও কিছুতেই কাজ হয়নি। তবে, অবস্থান না তুললে কোনও আলোচনায় বসবেন না সেই কঠোর অবস্থান থেকে সরে এলেন উপাচার্য অনুরাধা লোহিয়া। তিনি ই-মেইল করে আগামীকাল আন্দোলনকারী পড়ুয়াদের ডেকে পাঠালেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রাজারহাট নিউ টাউনের ক্যাম্পাসে। আগামীকাল হিন্দু হস্টেল ও গার্লস হস্টেলের আন্দোলনকারী পড়ুয়াদের প্রতিনিধি দলকে 11টায় ডেকেছেন তিনি। এই বৈঠকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও দিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দুটি হস্টেলেরই সমস্যা নিয়ে 12 মার্চ নিউ টাউন ক্যাম্পাসে সকাল 11টায় উপাচার্য পড়ুয়াদের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। আন্দোলনকারী পড়ুয়ারাও উপাচার্যের ডাকে সাড়া দিয়ে নিউটাউন ক্যাম্পাসে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা আশা করছেন, এই বৈঠকে তাঁদের দাবি নিয়ে কোনও সুরাহা মিলবে ও কাটবে এতদিন ধরে চলে আসা অচলাবস্থা।