কলকাতা, 12 ফেব্রুয়ারি: ষোড়শ বিধানসভার অধ্যক্ষ হিসেবে বিমান বন্দ্যোপাধ্যায়কে আজ বিদায় সংবর্ধনা দেওয়া হল। বিধানসভার সচিব অভিজিৎ সোম অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে বিদায় সংবর্ধনা দেন।
2011 সালের মে মাসের পর থেকে নতুন সরকার ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ করা হয় আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায়কে। তারপর থেকে টানা দশ বছর অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন তিনি। সদ্য শেষ হয়েছে বিধানসভার অধিবেশন। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত বিধানসভায় আসবেন অধ্যক্ষ। নতুন সরকার ক্ষমতায় আসার পর যদি তৃণমূল সরকার গঠন করতে পারে তাহলে হয়তো ফের অধ্যক্ষ হবেন বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও তৎকালীন পরিস্থিতি বুঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।