পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Garden Reach Money Recovery: আমিরের 5টি ব্যাংকে 147 অ্যাকাউন্ট, গার্ডেনরিচ-কাণ্ডে তথ্য ইডির হাতে - অনলাইন গেমিং অ্যাপ

শনিবার গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে 17 কোটি টাকা (Garden Reach Money Recovery) ৷ তদন্তে এবার আরও তথ্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ জানা গিয়েছে, 5টি ব্যাংকে 147টি অ্যাকাউন্ট ছিল অভিযুক্ত আমির খানের ৷

enforcement-directorate-found-amir-khan-147-account-in-5-banks-in-garden-reach-money-recovery-case
Garden Reach Money Recovery: আমিরের 5টি ব্যাংকে 147 অ্যাকাউন্ট, গার্ডেনরিচ-কাণ্ডে তথ্য ইডির হাতে

By

Published : Sep 12, 2022, 8:36 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর : গার্ডেনরিচ কাণ্ডে (Garden Reach Money Recovery) চাঞ্চল্যকর তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (Enforcement Directorate) গোয়েন্দাদের কাছে । আমির খানের মোট পাঁচটি ব্যাংকে 147টি অ্যাকাউন্ট ছিল । এই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হত বলে ইডি সূত্রে খবর ।

গোয়েন্দাদের অনুমান, এই টাকা শুধুই অনলাইন গেমিং অ্যাপের (Mobile Gaming App) মাধ্যমে প্রতারণার টাকা তেমনটা নয় । এই টাকা বিভিন্ন প্রতারণা সঙ্গে যুক্ত কালো টাকা ৷ মূলত, একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই কোটি কোটি কালো টাকা সাদা টাকায় রূপান্তর করা হত । এই ঘটনায় একাধিক প্রভাবশালী যুক্ত রয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের দাবি ।

গত শনিবার গার্ডেনরিচের শাহী আস্তাবল এলাকায় ব্যবসায়ী আমির খানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা । সকাল আটটা থেকে প্রায় রাত সাড়ে আটটা পর্যন্ত সেই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে মোট সাড়ে 17 কোটি টাকা বাজেয়াপ্ত করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ।

জানা গিয়েছে, 2021 সালে পার্ক স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের হয় । সংশ্লিষ্ট অভিযোগে বলা হয় শহরে অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে চলছে দেদার প্রতারণা । সেই প্রতারণার ঘটনায় তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । দক্ষিণ কলকাতার একজন আইনজীবীর বাড়িতে তল্লাশি অভিধান চালিয়ে বেশ কিছু কাগজপত্র ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করেছিলেন গোয়েন্দারা । এখান থেকেই নাম পাওয়া যায় গার্ডেনরিচ এলাকার ব্যবসায়ী আমির খানের । এরপর গত শনিবার তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে মোট সাড়ে 17 কোটি টাকা বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।

আরও পড়ুন :গার্ডেনরিচে অনলাইন গেমিংয়ে প্রতারণা কাণ্ডে ইডি হানা, উদ্ধার প্রায় সাড়ে 17 কোটি টাকা

ABOUT THE AUTHOR

...view details