পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জাতীয় গ্রন্থাগারে শাহ-র অনুষ্ঠানে মাত্রা ছাড়া ভিড়, ক্ষুব্ধ কর্মচারী ইউনিয়ন

জাতীয় গ্রন্থাগারের কর্মচারীদের অভিযোগ, যেখানে কোরোনা সংক্রমণের কথা ভেবে প্রতিদিন সীমিত সংখ্যক পাঠককে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে গ্রন্থাগারে, সেখানে একটি সরকারি অনুষ্ঠানে লাগামহীন প্রবেশাধিকার গভীর উদ্বেগের ৷

employees-are-unhappy-with-crowds-at-home-minister-amit-shahs-program-at-kolkata-national-library
employees-are-unhappy-with-crowds-at-home-minister-amit-shahs-program-at-kolkata-national-library

By

Published : Feb 19, 2021, 11:04 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : ঐতিহ্যমণ্ডিত জাতীয় গ্রন্থাগারে স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে 'শৌর্যাঞ্জলি' শীর্ষক অনুষ্ঠান হয় । ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় 3 হাজার সাইকেলের র‍্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সমগ্র বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করল গ্রন্থাগারের কর্মচারী সংগঠন ।

জাতীয় গ্রন্থাগারের কর্মচারীরা জানিয়েছেন, দীর্ঘদিনের ঐতিহ্য লঙ্ঘন হয়েছে আজ । ন্যাশনাল লাইব্রেরি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রীর অনুষ্ঠানে যে ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে ।

আরও খবর : নেতাজির অবদান ভোলা যাবে না, ন্যাশনাল লাইব্রেরিতে নেতাজি স্মরণ শাহর

উল্লেখ্য জাতীয় গ্রন্থাগার কোনও সাধারণ স্থান নয় । এখানে কর্মচারীরা ছাড়া শুধুমাত্র স্বীকৃত পাঠকদেরই প্রবেশাধিকার রয়েছে । সেখানে কোভিড পরিস্থিতির মধ্যে 'শৌর্যাঞ্জলি' অনুষ্ঠানে সব মিলিয়ে কয়েক হাজার জনসমাগম হয় ৷ যা অনভিপ্রেত । ন্যাশনাল লাইব্রেরি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেখানে কোরোনা সংক্রমণের কথা ভেবে প্রতিদিন সীমিত সংখ্যক পাঠককে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে গ্রন্থাগারে, সেখানে একটি সরকারি অনুষ্ঠানে লাগামহীন প্রবেশাধিকার গভীর উদ্বেগের । পাশাপাশি সরকারি অনুষ্ঠানে একটি বিশেষ রাজনৈতিক দলের পতাকা লাগিয়ে, বিভিন্ন গাড়ি গ্রন্থাগার প্রাঙ্গণে গত দু'দিন ধরে অবাধে যাতায়াত করেছে । অথচ পাঠক বা কর্মচারীদের নিজস্ব গাড়িকে প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয় না ৷ শুক্রবারের অনুষ্ঠানে গ্রন্থাগারের পরিবেশ ও পবিত্রতা ক্ষুণ্ন হয়েছে বলেই মনে করেন ন্যাশনাল লাইব্রেরি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা ।

অ্যাসোসিয়েশনের তরফে আরও জানানো হয়েছে, গত 23 জানুয়ারি প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল । অথচ প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং একই ধরনের ঘটনা ঘটায় গ্রন্থাগার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছিলেন । সেটা 2005 সালের 12 জানুয়ারির ঘটনা । সেই ঘটনার পর কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জাতীয় গ্রন্থাগারে এই ধরনের অনুষ্ঠান বন্ধ করে দেয় ।

ABOUT THE AUTHOR

...view details