পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দুস্থ মানুষের স্বার্থে বিদ্যুৎবিলে ছাড়ের আর্জি বিশিষ্টদের

দুস্থ মানুষের জন্য মুখ্যমন্ত্রীর কাছে বিদ্যুতের বিল ছাড়ের আর্জি জানালেন বিশিষ্টরা ।

ছবি
ছবি

By

Published : May 31, 2020, 11:17 AM IST

কলকাতা, 31 মে : দুস্থ মানুষের স্বার্থে রাজ্যের বিদ্যুতের বিলে ছাড়ের আর্জি জানিয়ে রাজ্যের বিশিষ্টরা দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রীর ।

প্রথমে কোরোনার জেরে লকডাউন । তারপর বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান । যার কারণে অবস্থা খুবই শোচনীয় দরিদ্র মানুষের । ABECA-র সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চৌধুরী বলেন, "বিদ্যুৎ গ্রাহকদের দিন আনা দিন খাওয়া স্বার্থের কথা ভেবেই রাজ্যের বিশিষ্টজনরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন । 3 মাসের 200 ইউনিট ইলেকট্রিক মুকুব করার জন্য আর্জি জানিয়েছেন তাঁরা । পাশাপাশি এই রকম পরিস্থিতিতে বিদ্যুৎ দপ্তর থেকে অ্যাডজাস্টমেন্ট বিল পাঠানো হচ্ছে । আমরা আবেদন করছি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিল দেওয়া এবং লাইন কাটা বন্ধ রাখা হোক। স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে মিটার রিডিং নিয়ে কোনও লেট পেমেন্ট/ডিলেড পেমেন্ট ও সারচার্জ না করে বিল করা যেতে পারে। একইভাবে চরম সংকটে মধ্যে থাকা ক্ষুদ্রশিল্প, ক্ষুদ্র ব্যবসা ও কৃষকদের বিদ্যুৎ বিল মুকুব করা হোক।"

তিনি আরও বলেন, " লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিন ঘরবন্দী থাকতে বাধ্য হয়েছি আমরা সবাই। একটা বিরাট সংখ্যক মানুষ বিশেষ করে যাঁরা দিন আনা দিন খাওয়া মানুষজন কর্মহীনতা ও চূড়ান্ত দুর্দশার মধ্যে দিন কাটছে তাঁদের । বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার ত্রাণের মাধ্যমে কোনও মতে তাঁদের দিন গুজরান হচ্ছে ।"

বিশিষ্ট ব্যক্তিরা যেমন- কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার সেন, নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, অভিনেতা কৌশিক সেন, আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত, শিক্ষাবিদ অধ্যাপক মীরাতুন নাহার, মানবাধিকার আন্দোলন নেতা অধ্যাপক সৌমিত্র বন্দোপাধ্যায় সহ আরও অন্যান্যরা চিঠিতে স্বাক্ষর করেছেন।

ABOUT THE AUTHOR

...view details