কলকাতা, ১৮ মার্চ: চালু করতে হবে কন্ট্রোল রুম। খোলা থাকতে হবে সর্বক্ষণের জন্য। এ কাজে কোনও বিরাম থাকা চলবে না। জনসাধারণের জন্য চালু করতে হবে টোল ফ্রি নম্বর। যাতে সাধারণ মানুষ যেকোনও সময় তথ্য দিতে পারে। একইসঙ্গে কড়া নজর রাখতে হবে বিমানবন্দর, মেট্রো স্টেশন, রেল স্টেশন এবং রাজ্যের সর্বত্র। আয়কর দপ্তরকে এমন নির্দেশিকাই দিল নির্বাচন কমিশন। কোনও ব্যক্তি ব্যাঙ্ক থেকে ১০ লাখ টাকার বেশি তুললে তাও খতিয়ে দেখা হবে।
হিসাব বহির্ভূতভাবে টাকা খরচের অভিযোগ ওঠে নির্বাচনের সময়। এমন কী ভোট কেনার জন্য নগদ বিলি করারও অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলার পাশাপাশি দেশের প্রত্যেকটি রাজ্যের রাজধানীতে খুলতে বলা হয়েছে টোল ফ্রি নম্বর। আয়কর দপ্তরকে বলা হয়েছে, রাজ্যের প্রতিটি হোটেল, ফার্ম হাউজ়, ফিনান্সিয়াল ব্রোকারদের উপর নজর রাখতে। এমন কী যারা হাওয়ালার মাধ্যমে টাকার বিনিময় করে তাদের উপরেও নজরদারি কড়া নির্দেশ দিয়েছে কমিশন। বলা হয়েছে, যে সমস্ত কুরিয়ার সার্ভিস নগদ দেওয়া নেওয়া করে তাদের উপরও কড়া নজর রাখতে হবে।