কলকাতা, 8 ফেব্রুয়ারি:বিভিন্ন রাজনৈতিক দলের তরফে পোলিং এজেন্টকে সেই বুথের ভোটার হতে হবে এই নিয়ে বারে বারে আর্জি জানানো হয়েছিল আগেই। সোমবার সমস্ত আলোচনাকে মান্যতা দিয়ে রাজ্য নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তকেই সিলমোহর দিল (EC Guideline For Polling Agent)। নতুন এই নির্দেশিকা অনুসারে বুথের পোলিং এজেন্টকে হতে হবে সেই ওয়ার্ডের ভোটার। আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভায় নির্বাচন রয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ওইদিন নির্বাচন করাতে থাকবেন মোট 125 জন অবজার্ভার।
108টি পৌরসভায় ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বধ্যপরিকর রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা পৌরনিগমের নির্বাচনকে ঘিরে যে অশান্তির সৃষ্টি হয়েছিল সেই বিষয়কে ঘিরে ব্যাপক জলঘোলা হয়েছে। তাই আর কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কমিশন। আসন্ন 27 ফেব্রুয়ারি নির্বাচনে থাকছে মোট 125 জন অবজার্ভার। এর মধ্যে 108 জন জেনারেল অবজার্ভার। এছাড়াও থাকছে 17 জন স্পেশাল বা বিশেষ অবজার্ভার।