কলকাতা, 28 অগস্ট : কয়লাকাণ্ডে এবার অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে (Abhishek Banerjee) সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ আগামী 3 সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরা দিতে বলা হয়েছে ৷ সংবাদ সংস্থা সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷
জানা গিয়েছে, আগামী 3 সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ হাজিরার সময় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও সঙ্গে রাখতে বলা হয়েছে ৷ একই সঙ্গে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও নোটিস দিয়েছে ইডি (ED) ৷ তাঁকে (রুজিরা) আগামী 1 সেপ্টম্বর হাজির হতে বলা হয়েছে ইডির তরফে ৷ তাঁকেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে ৷
আরও পড়ুন :TMCP Foundation Day : ভূতের ভোটে জিতে বিধানসভাতে গিয়েছেন শুভেন্দু, কটাক্ষ তৃণমূল ছাত্র পরিষদ নেতার
কয়লা পাচার কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্যের রাজনীতি ৷ এই নিয়ে বরাবর বিরোধীরা কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেসকে ৷ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর এই আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে ৷ তিনি নাম না করে বারবার এই ঘটনায় অভিষেককে অভিযুক্ত করেছেন ৷
ভোটের আগে অভিষেকের বাড়িতে সিবিআই (CBI) পৌঁছে যায় ৷ তাঁর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাঁর ব্যাঙ্কের নথিও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছিল সেই সময় ৷ তা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে ৷