পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রামনবমী নিয়ে আগ্রহী নয় নির্বাচন কমিশন, দিল্লি গেলেন বিবেক - loksabha election 2019

রামনবমীর মিছিল নিয়ে নির্বাচন কমিশনের কাছে সাহায্য চাইলেও তারা তা দেখতে ইচ্ছুক নয় কারণ শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত বিষয়ই কমিশনের এক্তিয়ারে পরে। বাকিটা রাজ্যের প্রশাসনের।

বিবেক দুবে

By

Published : Apr 13, 2019, 4:33 PM IST

Updated : Apr 13, 2019, 6:15 PM IST

কলকাতা, 13 এপ্রিল : রামনবমীতে অস্ত্র মিছিল হওয়া নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অস্ত্র নিয়ে মিছিল হবেই। জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু অস্ত্র মিছিল নিয়ে আপত্তি রয়েছে প্রশাসনের। তারা না কি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কাছে সাহায্য চায়। তবে "রাম রাজনীতি"-র এই পর্যায়ে অবশ্য আগ্রহ নেই নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের। তিনি "অন্য একটি গুরুত্বপূর্ণ কাজ" নিয়ে আজ দিল্লি গেলেন। দ্বিতীয় দফার নির্বাচনের ফোর্স ডেপ্লয়মেন্ট প্ল্যানসহ একাধিক বিষয়ে আজ নির্বাচন সদনে রিপোর্ট দেবেন তিনি।

রামনবমীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার নির্বাচন কমিশনের সাহায্য চায়। সূত্রের খবর, প্রশাসন নির্বাচন কমিশনের কাছে রামনবমী নিয়ে কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়েছে কি না সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি নির্বাচন কমিশনের তরফ থেকে। এবিষয়ে নির্বাচন কমিশনের মনোভব ? আইনশৃঙ্খলা তো রাজ্যের বিষয়। শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার কমিশনের আছে। রামনবমীর মতো ধর্মীয় মিছিল সংক্রান্ত বিষয়ের কোনও গুরুত্ব তাদের কাছে নেই। মিছিল থেকে কোনওরকম রাজনৈতিক সংঘর্ষ এবং তার জন্য যদি নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে তাহলে তখন ব্যবস্থা নেবে কমিশন। আজ বিবেক দুবের বক্তব্যেও এব্যাপারে তেমন কোনও ইঙ্গিত পাওয়া গেল না।

বিমানববন্দরে কী বললেন বিবেক দুবে? দেখুন ভিডিয়ো..

অন্যদিকে, আজ দিল্লির নির্বাচন সদনে রিপোর্ট দিতে গেলেন বিবেক। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, "রামনবমীর অস্ত্র মিছিল নিয়ে প্রশাসনকে জিজ্ঞেস করুন। আমি অন্য গুরুত্বপূর্ণ কাজে দিল্লি যাচ্ছি। দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। অস্ত্র মিছিল নিয়ে নজর রাখছে জেলা প্রশাসন। আমি অনেক বেশি আগ্রহী নির্বাচন নিয়ে।" পাশাপাশি ভারতীয় সেনাকে নিয়ে রাজনীতির অভিযোগকে কেন্দ্র করে তাঁর মন্তব্য, "বিষয়টি মুখ্য নির্বাচন আধিকারিককে জিজ্ঞাসা করুন।"

Last Updated : Apr 13, 2019, 6:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details