কলকাতা, 20 জুন : বিয়ের জন্য শপথগ্রহণ করতে পারলেন না সদ্য নির্বাচিত সাংসদ নুসরত জাহান । মঙ্গলবার (18 জুন) ছিল লোকসভায় সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান । কিন্তু 19 জুন বিয়ে উপলক্ষ্যে টার্কিতে চলে যান বসিরহাটের সাংসদ নুসরত জাহান ।
কলকাতার পাত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গতকাল বিবাহ বন্ধনে আবদ্ধ হন নয়া সাংসদ তথা অভিনেত্রী নুসরত । বিয়ের জন্য তাই শপথগ্রহণ স্থগিত রেখেছেন নুসরত । জানা গেছে, 25 জুনের আগে তিনি দেশে ফিরবেন । তারপর তিনি যোগদান করবেন সংসদে । সূত্রের খবর আগামী 25 জুন শপথ নেবেন বসিরহাটের সাংসদ ।