পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিয়ে করতে গিয়ে শপথ নেওয়া হল না সাংসদ নুসরতের - absent

বিয়ের জন্য সংসদে শপথ নিতে পারলেন না সদ্য নির্বাচিত সাংসদ নুসরত জাহান । জানা গেছে, টার্কিতে বিয়ে সেরে দেশে ফিরে শপথগ্রহণ করবেন তিনি ।

বর নিখিল জৈনর সঙ্গে নুসরত

By

Published : Jun 20, 2019, 10:57 PM IST

কলকাতা, 20 জুন : বিয়ের জন্য শপথগ্রহণ করতে পারলেন না সদ্য নির্বাচিত সাংসদ নুসরত জাহান । মঙ্গলবার (18 জুন) ছিল লোকসভায় সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান । কিন্তু 19 জুন বিয়ে উপলক্ষ্যে টার্কিতে চলে যান বসিরহাটের সাংসদ নুসরত জাহান ।

কলকাতার পাত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গতকাল বিবাহ বন্ধনে আবদ্ধ হন নয়া সাংসদ তথা অভিনেত্রী নুসরত । বিয়ের জন্য তাই শপথগ্রহণ স্থগিত রেখেছেন নুসরত । জানা গেছে, 25 জুনের আগে তিনি দেশে ফিরবেন । তারপর তিনি যোগদান করবেন সংসদে । সূত্রের খবর আগামী 25 জুন শপথ নেবেন বসিরহাটের সাংসদ ।

এই সংক্রান্ত আরও খবর : বিবাহ ডায়রিজ় : প্রকাশ্যে নুসরত-নিখিলের মেহেন্দির ছবি

এদিকে নুসরতের বিয়েতে যোগদান করেছেন আরও এক সদ্য নির্বাচিত সাংসদ মিমি চক্রবর্তী । তিনিও বন্ধু নুসরতের বিয়েতে যোগ দিতে টার্কিতে উড়ে যান । ফলে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীও মঙ্গলবার লোকসভায় শপথগ্রহণ করতে পারেননি । সূত্রের খবর, আগামী 25 জুন মিমিও নুসরতের সঙ্গে শপথগ্রহণ করবেন । তারপর তাঁরা দু'জনে লোকসভার অধিবেশনে অংশগ্রহণ করবেন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details