পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BMC Election 2022 : নির্বাচনের আগে কড়া নিরাপত্তায় মুড়ল বিধাননগর

রাত পোহালেই বিধাননগর পৌরনিগমের ভোট (BMC Election 2022) । কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল বিধাননগর । আরও 4500 পুলিশ মোতায়েন করা হল ।

Municipal Corporation Election 2022
বিধাননগর নির্বাচনের আগে বাড়ল নিরাপত্তা

By

Published : Feb 11, 2022, 7:24 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: আগামীকাল বিধাননগর পৌরনিগমের ভোট (BMC Election 2022) । তার আগে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করল রাজ্য নির্বাচন কমিশন । রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে , বিধাননগর পৌরনিগমের নির্বাচনের জন্য আরও 4500 পুলিশ মোতায়েন হয়েছে (Police Force Increase) । আগে বিধাননগরের নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে ছিল 2800 পুলিশ ।

আরও পড়ুন :Asansol Municipal Corporation : পৌরভোটের দামামা আসানসোলে, ভোট প্রস্তুতিতে বিভিন্ন দল

বিধাননগর পুরনিগমের নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে আছেন এডিজি এসটিএফ সিআইডি জ্ঞানবন্দ সিং । তিনি সমগ্র বিধাননগরের নির্বাচনের দায়িত্বে থাকছেন । এছড়াও উপস্থিত থাকবেন আইজি আনন্দ কুমার । নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন জ্ঞানবন্ত সিং ।

উল্লেখ্য, আগামীকাল বিধাননগর-সহ চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল পৌরনিগমের ভোট । শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন করতে তৎপর প্রশাসন । তবে এই প্রথমবার ইএফআর এবং এসটিএফ দিয়ে পৌরনির্বাচন হচ্ছে রাজ্যে । রাজ্যে প্রায় সবকটি বুথকেই স্পর্শকাতর হিসাবে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন । ভোট পরবর্তী হিংসা ও অশান্তি এড়াতে তৎপর প্রশাসন । নিরাপত্তা বিষয়ক সমস্ত ব্যবস্থাই গ্রহণ করেছে নির্বাচন কমিশন ।

ABOUT THE AUTHOR

...view details