কলকাতা, 15 মার্চ : বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গেছে । পুরো দমে চলছে প্রচারের কাজ । এই কারণেই তিনি আইকোর মামলায় এই মুহূর্তে হাজিরা দিতে পারবেন না বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সোমবার আইনজীবী মারফত কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি দিয়ে একথা জানান পার্থ চট্টোপাধ্যায় ।
আরও পড়ুন :নন্দীগ্রামে মমতার প্রার্থীপদ বাতিলের দাবিতে কমিশনে শুভেন্দু
প্রসঙ্গত, ইডির গোয়েন্দারা আইকোর মামলায় 12 মার্চ শিক্ষামন্ত্রীকে নোটিশ পাঠিয়েছিলেন। সেই মত সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের । কিন্তু সময় অতিক্রম হয়ে যাওয়ার পরেও তিনি আসেননি বলে ইডি সূত্রের খবর ।
পরে পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে তাঁর আইনজীবীরা ইডির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর অনুপস্থিতির কারণ হিসেবে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কথা জানান । এ প্রসঙ্গে ইডি জানিয়েছে , সোমবার হাজিরা দিতে না পারার কারণ জানানো হলেও , সঠিক কবে তিনি হাজিরা দিতে আসবেন তা জানানো হয়নি ।