পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কাল থেকে শুরু "দুয়ারে দুয়ারে সরকার" কর্মসূচি, চলবে কড়া নজরদারি

রাজ্য সরকারের 10 টি প্রকল্পকে "দুয়ারে দুয়ারে সরকার" কর্মসূচির আওতায় রাখা হয়েছে ৷

Alapan Banerjee
আলাপন বন্দ্যোপাধ্যায়

By

Published : Nov 30, 2020, 9:21 PM IST

কলকাতা, 30 নভেম্বর : আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের "দুয়ারে দুয়ারে সরকার" কর্মসূচি ৷ নতুন এই কর্মসূচির মাধ্যমে মানুষ সরকারি প্রকল্পের সমস্ত সুবিধা ঠিকমতো পাচ্ছেন কি না তার উপর নজরদারি রাখা হবে ৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷

তিনি জানান, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, অর্থসচিবকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে ৷ ওই কমিটি এই বিষয়ের উপর নজরদারি চালাবে । বঞ্চিত বা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না এমন সকলকেই সুবিধা প্রাপকদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্যই এই পদক্ষেপ । "দুয়ারে দুয়ারে সরকার" কর্মসূচির অধীনে গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার ওয়ার্ড স্তরেও শিবিরের আয়োজন করা হবে । স্থানীয় কোনও স্কুল বা কলেজের ভবন বা কমিউনিটি সেন্টারে এই সব শিবিরগুলি চলবে । জানা গেছে, প্রতিদিন এই শিবির চলবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত । শিবির করে যোগ্য উপভোক্তাদের সরকারি সুবিধাগুলি দেওয়া হবে ।

সরকারের 10টি প্রকল্পকে এই যোজনার আওতায় রাখা হয়েছে– স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, খাদ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, কাস্ট সার্টিফিকেট, তপশিলি বন্ধু, জয় জহর ও একশো দিনের কাজ । সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চারটি ধাপে রাজ্যজুড়ে এই কর্মসূচি রূপায়ণ করা হবে । 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে । প্রথম ধাপে 1 থেকে 11 ডিসেম্বর, দ্বিতীয় ধাপে 15 থেকে 24 ডিসেম্বর, তৃতীয় পর্যায়ে 2 জানুয়ারি থেকে 12 জানুয়ারি এবং চতুর্থ তথা অন্তিম ধাপে 18 থেকে 30 জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে । মুখ্যসচিব জানিয়েছেন, স্বাস্থ্য সাথী কার্ড পেতে হলে এবং বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত স্তর এবং পৌর ওয়ার্ড স্তরে আয়োজিত ক্যাম্পে আসতে হবে । কর্মসূচির সঠিক বাস্তবায়নের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস তৈরি করেছে রাজ্য সরকার । SDO ও BDO-রা কর্মসূচির অগ্রগতির উপর নজর রাখবেন বলে মুখ্যসচিব জানান ।

তিনি আরও জানান, জাতিগত শংসাপত্রের জন্য ক্যাম্পে এসে আবেদন করা যাবে । তা ছাড়া জয় জহর এবং তপশিলি বন্ধু প্রকল্পের আওতায় আদিবাসী উন্নয়ন দপ্তর এবং অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরে 60 বছরের ঊর্ধ্বে আদিবাসী, এবং দলিত সম্প্রদায়ের কোনও বর্ষীয়ান নাগরিক যিনি আর কোনও সরকারি আর্থিক সুবিধা পান না, তাঁকে মাসিক 1000 টাকা অর্থ সাহায্য দেওয়া হবে । এছাড়া খাদ্য সাথী সংক্রান্ত যে কোনও সমস্যার জন্যও এই ক্যাম্পে আবেদন জানানো যাবে । নাম, ঠিকানাও সংশোধন করা হবে । একইভাবে 100 দিনের কাজ এবং জব কার্ড সংক্রান্ত যে কোনও সমস্যা হলে সাহায্য করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details